নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে iPhone SE (2020)। এ বার জানা গেল কবে থেকে এই ফোনের বিক্রি শুরু হচ্ছে। জানা গিয়েছে, ২০ মে দুপুর ১২টা থেকে Flipkart-এ বিক্রি শুরু হচ্ছে iPhone SE (2020)। সম্প্রতি ভারতে লঞ্চ হয়েছে iPhone SE (2020)। এই ফোনের ডিজাইন অনেকটা iPhone 8-এর মতো। আসুন এক নজরে দেখে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন আর দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

iPhone SE (2020) স্পেসিফিকেশন আর দাম:


১) iPhone SE (2020)-এ রয়েছে এইচডি আইপিএস এলসিডি ডিসপ্লে। এই ডিসপ্লেতে সর্বোচ্চ ৬২৫ nits ব্রাইটনেস পাওয়া যাবে। iPhone 11, iPhone 11 Pro বা iPhone 11 Pro Max-এর মতো এই ফোনের ভিতরেও রয়েছে A13 বায়োনিক চিপ।


২) এরোস্পেস গ্রেড অ্যালুমিনিয়াম ও টেকশই গ্লাস দিয়ে এই ফোন তৈরি হয়েছে। এই ফোন IP67 ওয়েটার আর গ্লাস রেসিস্ট্যান্স। সংস্থার দাবি, ১ মিটার জলের নিচে ৩০ মিনিট পর্যন্ত রাখলেও সম্পূর্ণ সুরক্ষিত থাকবে এই ফোন।


৩) iPhone SE (2020)-এ থাকছে ১২ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা। এই ক্যামেরায় রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশনের সুবিধা। সেলফি বা ভিডিযো কলের জন্য এই ফোনে রয়েছে ৭ মেগাপিক্সেলের ক্যামেরা।


আরও পড়ুন: অফিসে আসতে হবে না; বাড়ি থেকেই ‘আজীবন’ কাজ করুন, কর্মীদের জানিয়ে দিল এই সংস্থা


৪) ৬৪ জিবি ইন্টারন্যাল স্টোরেজের iPhone SE (2020)-র দাম ৪২,৫০০ টাকা। তবে HDFC ব্যাঙ্কের গ্রাহকদের বিশেষ ছাড় দিচ্ছে Apple। HDFC ব্যাঙ্কের কার্ড থেকে কিনলে iPhone SE (2020)-র দাম পড়বে ৩৮,৯০০ টাকা। অর্থাৎ, HDFC ব্যাঙ্কের গ্রাহকরা সরাসরি ৩৬০০ টাকার বিশেষ ছাড় পেয়ে যাবেন।