ওয়েব ডেস্ক : কদিন ধরেই শুরু হয়েছে উত্পাতটা। তাড়াতাড়ির মাথায় ক্যাব বুক করতে গেলে নেট সংযোগ নেই! কোনও অডিও বা ভিডিও ক্লিপ ডাউনলোড বা আপলোড করার সময়ও সেই একই অবস্থা। তাহলে সত্যিই এবার ভাববার সময় এসেছে। কারণ যে সার্ভিস প্রোভাইডার আপনি ব্যবহার করছেন, তারা আপনাকে ঠকাচ্ছে না তো?


বা হয়তো দেখলেন, সেভাবে আপনি কোনও নেট ব্যবহারই করেননি, কিন্তু ডেটা প্যাক কেটে যাচ্ছে। কিংবা হয়তো ব্যবহার করছেন ৩জি ডেটা, এদিকে স্পিড পাচ্ছেন ২জি-র। তাহলে অবিলম্বে যোগাযোগ করুন সেই সার্ভিস প্রোভাইডারের সঙ্গে। টেলিকম রেগুলেটরি অথরিটি (TRAI) একটি অ্যাপ এনেছে। যার নাম 'মাই স্পিড', MySpeed। এই অ্যাপের মাধ্যমে আপনি আপনার ফোনে নেট স্পিড চেক করে নিতে পারবেন। তাহলেই বুঝে যাবেন, আপনি ঠকছেন কি না! মোবাইল সেবা অ্যাপ স্টোরে আপনি এই অ্যাপটি পাবেন।