ওয়েব ডেস্ক : খুব কম দামে প্রায় সব সুবিধাযুক্ত স্মার্টফোন নিয়ে এল itel। ফোনেটির দাম পড়ছে মাত্র ১৭০০ টাকা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

itel-এর নতুন এই ফোনটির নাম রাখা হয়েছে "স্মার্টপাওয়ার it৫৬১২"। ফোনটিতে রয়েছে এলইডি টর্চ, OTG এবং ২৫০০mAh ক্ষমতাসম্পন্ন ব্যাটারি। ফোনটিতে থাকছে ০.৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ফ্লাশ সমেত। মেমরি বাড়ানো যাবে ৩২GB পর্যন্ত।


ফোনটির বাজার নিয়ে যথেষ্টই আশাবাদী শুনিয়েছে itel মোবাইল ইন্ডিয়ার CEO সুধীর কুমারকে। ফোনটি সাপোর্ট করবে মোট ৪টি ভাষা। ইংলিশ, হিন্দি, পাঞ্জাবি ও গুজরাটি। আরও পড়ুন, জানেন এক মিনিটে ফেসবুক, হোয়াটসঅ্যাপে কি করেন আপনি?


এয়ারটেল নিয়ে এল দুর্দান্ত রোমিং অফার!


এবার কি জিও সিম গ্রাহকরা এই সমস্যায় পড়তে চলেছেন?