এবার কি জিও সিম গ্রাহকরা এই সমস্যায় পড়তে চলেছেন?

এবার কি জিও সিম গ্রাহকরা এই সমস্যায় পড়তে চলেছেন? বর্তমান পরিস্থতিতে ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন। এমনই আশঙ্কা। আনলিমিটেড ফ্রি-এর অফার ঘোষণা করেছে জিও। আর জিও-র সেই অফার নিয়েই এবার ট্রাই-এর দ্বারস্থ এয়ারটেল।

Updated By: Oct 26, 2016, 08:56 PM IST
এবার কি জিও সিম গ্রাহকরা এই সমস্যায় পড়তে চলেছেন?

ওয়েব ডেস্ক : এবার কি জিও সিম গ্রাহকরা এই সমস্যায় পড়তে চলেছেন? বর্তমান পরিস্থতিতে ঘুরপাক খাচ্ছে এমনই প্রশ্ন। এমনই আশঙ্কা। আনলিমিটেড ফ্রি-এর অফার ঘোষণা করেছে জিও। আর জিও-র সেই অফার নিয়েই এবার ট্রাই-এর দ্বারস্থ এয়ারটেল।

তাদের বক্তব্য একটাই। এভাবে কোনও কিছুই অনন্তকাল ধরে ফ্রি থাকতে পারে না। তাই অবিলম্বে এই বিষয়ে ট্রাই হস্তক্ষেপ করুক। কারণ জিও-র এই ফাটকা ট্যারিফে ক্ষতির সম্মুখীন হচ্ছে অন্য টেলিকম সংস্থাগুলি।

এর আগে ট্রাই-এর কাছে তাদের নেটওয়ার্কের রুট জ্যাম করে দেওয়ার জন্য পাল্টা অভিযোগ জানিয়েছিল জিও। যার জন্য এয়ারটেল সহ আইডিয়া ও ভোডাফোনের উপর মোট ৩০৫০ কোটি টাকার জরিমানাও ধার্য করেছিল ট্রাই। আরও পড়ুন, এয়ারটেল নিয়ে এল দুর্দান্ত রোমিং অফার!

ট্রাই বলছে, 4G স্পিডের বিচারে এটাই সেরা নেটওয়ার্ক!

বন্ধ হয়ে যাচ্ছে জিওর আনলিমিটেড ফ্রি ডেটা ও কলের অফার!

.