ওয়েব ডেস্ক: টেলিকম দুনিয়ায় প্রতিযোগিতার ঝড় তোলার পর এবার কম দামে ৪জি ফোন নিয়ে আসছে রিলায়েন্স জিও। জিও ফোনের প্রি-বুকিং শুরু হয়েছে ২৪ অগাস্ট তারিখ থেকে। রিলায়েন্স রিটেলের এক চ্যানেল পার্টনারের বক্তব্য অনুযায়ী জানা গিয়েছে যে, প্রি বুকিং শুরুর মাত্র ৩ দিনের মধ্যেই ৬০ লক্ষ মানুষ ফোনটি বুকিং করে ফেলেছেন। কিন্তু কবে থেকে জিও ফোন ডেলিভারি শুরু হবে, তা নিয়ে একটা প্রশ্ন প্রত্যেকের মনেই তৈরি হয়েছে।


রিলায়েন্স রিটেলের এক চ্যানেল পার্টনার এই প্রসঙ্গে জানিয়েছেন যে, ২১ সেপ্টেম্বর মহালয়ার পর দিন থেকে জিও ফোন ডেলিভারি দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মুকেশ আম্বানি জানিয়েছিলেন যে, কোম্পানি প্রতি সপ্তাহে ৫০ লক্ষ জিও ফোন ডেলিভারি দেওয়ার পরিকল্পনা করেছে।


স্ন্যাপডিল ৩ দিনের ফেস্টিভ্যাল সেল: স্মার্টফোনে আকর্ষণীয় ছাড়