`জলের দরে` এইচডি চ্যানেল দেবে জিও!
উপভোক্তারা ২০০ টাকায় পেয়ে যাবেন এসডি (স্ট্যান্ডার্ড ডেফিনিশন) চ্যানেল দেখার সুযোগ। একই সঙ্গে, ৪০০ টাকায় উপভোক্তরা পাবেন এইচডি (হাই ডেফিনিশন) চ্যানেল দেখার সুযোগও।
নিজস্ব প্রতিবেদন: মুঠোফোনের পর এবার ড্রয়িং রুমের দখল নিতেও হাত বাড়াল জিও। শোনা যাচ্ছে খুব শীঘ্রই টেলিভিশন নেটওয়ার্কের জন্য একটি প্ল্যান আনতে চলেছে মুকেশ আম্বানির সংস্থা, যেখানে উপভোক্তারা ২০০ টাকায় পেয়ে যাবেন এসডি (স্ট্যান্ডার্ড ডেফিনিশন) চ্যানেল দেখার সুযোগ। একই সঙ্গে, ৪০০ টাকায় উপভোক্তরা পাবেন এইচডি (হাই ডেফিনিশন) চ্যানেল দেখার সুযোগও। যদিও জিও'র এই ডিটুএইচ (ডিরেক্ট টু হোম) পরিষেবা নিয়ে এখনই কিছু খোলসা করেনি রিলায়্যান্স জিও।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ থেকে ডিলিট হওয়া ছবি, ভিডিও কীভাবে ফিরে পাবেন?
উল্লেখ্য, বিগত কয়েক মাস ধরেই ব্রডকাস্ট পরিষেবা নিয়ে পরীক্ষা চালিয়েছে মুকেশ আম্বানির সংস্থা। ক্ষেত্র বিশেষে ব্যবহার করা হয়েছে এলটিই-ব্রডকাস্টিং টেস্ট ডিভাইসও। জিও'র এই পরীক্ষা সফল হয়েছে বলেই সূত্রের খবর। প্রসঙ্গত, কেবল জিও গ্রাহকরাই এই পরিষেবা উপভোগ করতে পারবে।
আরও পড়ুন- সুরক্ষিত সোশ্যাল অ্যাপ আনছে অরকুট