ওয়েব ডেস্ক: ফের বাকি সমস্ত সার্ভিস প্রোভাইডরকে ছাপিয়ে গেল রিলায়েন্স জিও। ট্রাইয়ের খবর অনুযায়ী জানা গিয়েছে যে, সেপ্টেম্বর মাসের ডাউনলোড স্পিডে সমস্ত সার্ভিস প্রোভাইডরকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে জিও।


এবার জিও-র ১৪৯ টাকার রিচার্জ করলেই দারুণ সূযোগ


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে রিলায়েন্স জিও-র ৪জি ডাউনলোড স্পিড ছিল ১৮.৪৩৩ এমবিপিএস। স্পিডের দৌড়ে জিও-র থেকে অনেক পিছনে ছিল ভোডাফোন। ভোডাফোনের ডাউনলোড স্পিড ছিল ৮.৯৯৯ এমবিপিএস। এছাড়া আইডিয়ার ৮.৭৪৬ এমবিপিএস এবং এয়ারটেলের ডাউনলোড স্পিড ছিল ৮.৫৫০ এমবিপিএস।



এটা গত ৩ মাসে সমস্ত সার্ভিস প্রোভাইডরের ডাউনলোড স্পিডের ম্যাপ।


সেপ্টেম্বরের মতো আগস্ট মাসেও ৪জি ডাউনলোড স্পিডে বাকি সমস্ত সার্ভিস প্রোভাইডরকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল জিও। গ্রাহকদের জন্য সেই স্পিড এমাসেও ধরে রাখল তারা।