ওয়েব ডেস্ক: বুকিং শুরু হতেই জনপ্রিয়তার শীর্ষে রিলায়েন্সের জিওফোন। সংস্থার তরফে জানানো হয়েছে, ইতিমধ্যে ১০ লক্ষ পার করেছে ফোনটির বুকিং। যার জেরে আপাতত ফোনের বুকিং বন্ধ রেখেছে জিও। তবে আপনি যে ফোনটি পেতে চান তা জানানোর সুযোগ দিয়েছে তারা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

জিওর এই ফিচার 4G ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ২০৫ প্রসেসর। সঙ্গে রয়েছে ৩ মেগাপিক্সেল ক্যামেরা, ২.৪ ইঞ্চি স্ক্রিন। ওপেন সোর্স লিনাক্স অপারেটিং সিস্টেমের এই ফোন ২২টি ভাষায় ব্যবহার করা যাবে। ফোনটিতে আগে থেকেই ইন্সটলড থাকবে জিওর যাবতীয় অ্যাপলিকেশন। ভয়েস কম্যান্ডে অপারেট করা যাবে এই ফোন।


আরও পড়ুন - জিও ফোন বুকিং করেছেন? কীভাবে বুঝবেন আপনার বুকিংটি হয়েছে নাকি?


প্রাথমিক ভাবে জিওফোন পেতে গেলে চোকাতে হবে ১,৫০০ টাকা। ৩ বছর বাদে ফেরত মিলবে পুরো টাকাটাই। ফোনের বুকিং স্টেটাস জানতে রেজিস্ট্রার্ড ফোন নম্বর থেকে কল করতে পারেন ১৮০০-৮৯০-৮৯০০ নম্বরে। বা দেখতে পারেন মাই জিও অ্যাপে মাই ভাউচারর্সে।