জিও ফোন বুকিং করেছেন? কীভাবে বুঝবেন আপনার বুকিংটি হয়েছে নাকি?
ওয়েব ডেস্ক: জিও ফোনের বুকিং শুরু হয়ে গিয়েছে ২৪ আগস্ট থেকে। জিও ওয়েবসাইট থেকে জানা যাচ্ছে যে, ইতিমধ্যেই লক্ষ লক্ষ মানুষ জিও ফোনটি বুকিং করে ফেলেছেন। আপনিও নিশ্চয়ই জিও ফোনের প্রি-বুকিং করে নিয়েছেন? কিন্তু লক্ষ লক্ষ গ্রাহকদের ভিড়ে আপনার বুকিংটি আদৌ হয়েছে নাকি কীভাবে বুঝবেন?
যাঁরা যাঁরা ইতিমধ্যেই জিও ফোনের জন্য বুকিং করে ফেলেছেন, তাঁরা বুকিংয়ের স্ট্যাটাস জানার জন্য ১৮০০৮৯০৮৯০০ নম্বরে ফোন করে জেনে নিন। আপনার যে মোবাইল নম্বরটি রেজিস্টার করা রয়েছে, সেই নম্বর থেকে উপরের নম্বরে ফোন করুন। আর জেনে নিশ্চিত হয়ে নিন যে, আপনার বুকিংটি হয়েছে নাকি।
এছাড়াও, myjioapp থেকে my voucher ট্যাবটিতে ক্লিক করে জিও ফোন বুকিংয়ের স্ট্যাটাস জেনে নিতে পারেন।