ওয়েব ডেস্ক: আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর যুক্ত করাটা এখন অত্যন্ত জরুরী। আর সেটা যদি এখনও না করা থাকে তাহলে আধারের তথ্য লিঙ্ক করা বা কোনও কিছু বদল করার ক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে আপনাকে৷ তাই আর দেরি না করে আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করে নিন এখনই। যারা আধার নম্বর আপডেট করেননি, তারা অবশ্যই দেখে নিন- 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম- আধার কেন্দ্র বা এনরোলমেন্ট সেন্টারে গিয়ে আধার তথ্যে মোবাইল নম্বর আপডেট করান।


দ্বিতীয়- এছাড়া অনলাইনেও ফোন নম্বর যুক্ত করতে পারবেন আধার৷ এর জন্য একটি ফর্ম ডাউনলোড করতে হবে৷


তৃতীয়- resident.uidai.gov.in ওয়েবসাইটটিতে যান৷


চতুর্থ- ওয়েবসাইটে ক্লিক করলেই দেখতে পাবেন Update/Correction ফর্মের একটি অপশন রয়েছে৷ সেটিতে ক্লিক করে ডাউনলোড করুন৷


পঞ্চম- প্রিন্ট নিয়ে 'Field for Update' সেকশনে Address-এর আগে টিক চিহ্ন বসান।


ষষ্ঠ- ফর্মের মধ্যে মোবাইল নম্বরসহ বাকি তথ্য লিখুন৷


সপ্তম- এরপর ফর্মটি আধার অফিসের দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন৷


অষ্টম- ফর্মের সঙ্গে পরিচয়পত্র হিসেবে জমা দিতে হতে পারে সংশ্লিষ্ট তথ্য৷