নিজস্ব প্রতিবেদন: মনকাড়া ডিজাইন নিয়ে হাজির হল LG Q51। চলতি সপ্তাহে লঞ্চ হয়েছে LG-এর এই ভার্সনটি। আপাতত দক্ষিণ কোরিয়াতে শুরু হতে চলেছে এই ফোনের বিক্রি। তবে ভারতে কবে থেকে পাওয়া যাবে সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর-সহ MediaTek চিপসেট রয়েছে এই ফোনে। আসুন এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LG Q51-এর স্পেসিফিকেশন আর দাম:


১) ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ফুল ভিশন ডিসপ্লে থাকছে এই ফোনে।


২) LG Q5-এ চলবে Android 10 অপারেটিং সিস্টেম।


৩) LG-এর এই মডেলটিতে থাকছে MediaTek Helio P22 চিপসেট।


৪) এই ফোনের থাকবে ৩ জিবি RAM এবং ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ।


৫) ৪,০০০ mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে এই ফোনে।


আরও পড়ুন: ৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল LG-এর 5G স্মার্টফোন V60 ThinQ


৬) ছবি তোলার জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। একটি  ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ৫ মেগাপিক্সেল (আলট্রা ওয়াইড ক্যামেরা) + ২ মেগাপিক্সেল (ডেপ্ত সেন্সর) থাকছে। আর সেলফি তোলার জন্য রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা।


৭) LG Q5-এর দাম শুরু হয়েছে ১৮,৭০০ টাকা থেকে।