নিজস্ব প্রতিবেদন: মার্কিন যুক্ত্রাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ‘কনসিউমার ইলেকট্রনিক্স শো’ (সিইএস)-এ সামনে এল ইলেক্ট্রনিক্স পন্য প্রস্তুতকারক সংস্থা LG-র নতুন ‘রোলেবল’ OLED TV R। কাগজের মতোই গোল হয়ে মুড়ে যাবে LG-র নতুন এই টিভি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এটি দেখতে একটি লম্বাটে বাক্সের মতো, যার মধ্যে কাগজের মতোই গোল হয়ে মুড়ে থাকবে ৬৫ ইঞ্চির (১৬৫ সেন্টিমিটার) ৪-কে (4K) OLED ডিসপ্লে। গ্রাহকের প্রয়োজন মতো রিমোর্টে এক ক্লিকেই বাক্স থেকে বাইরে বেরিয়ে এসে সিনেমা হলের পর্দার মতো সোজা হয়ে যাবে OLED স্ক্রিন। আর এতে সময় লাগবে মাত্র ১০ সেকেন্ড। LG-র নতুন ‘রোলেবল’ OLED TV R তাই সহজেই স্থানান্তরের নিয়ে যাওয়া যাবে। এই বাক্সটিতে রয়েছে ১০০ ওয়াট ডলবি অ্যাটম স্পিকার।


আরও পড়ুন: iPhone-এর থেকেও সস্তা, লঞ্চ হল বিশ্বের প্রথম বেন্ডেবল ডিসপ্লে স্মার্টফোন FlexPie...


এ ছাড়াও OLED TV R-এ রয়েছে একটি ‘লাইন মোড’। এই ‘লাইন মোড’ দিয়ে স্মার্ট হোম থিয়েটার (মিউজিক)-এর ডিসপ্লে আউটপুট-এর নিয়ন্ত্রণ পাওয়া যাবে। ‘লাইন মোড’-এ ৬৫ ইঞ্চি OLED স্ক্রিনের মাত্র এক চতুর্থাংশই দেখা যাবে।


নিজের চোখেই দেখে নিন এই OLED TV R কী ভাবে কাজ করবে...



LG-র পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি বছরের মার্চ মাসের মধ্যেই বাজারে লঞ্চ করতে পারে এই প্রিমিয়াম ‘রোলেবল’ স্মার্ট টিভি।