ওয়েব ডেস্ক: আজকের দিনে সবকিছু ক্ষেত্রেই পাসওয়ার্ডটা খুব জরুরি। কিন্তু এই পাসওয়ার্ডও হয়ে যাচ্ছে কমন। তাই আপনার পাসওয়ার্ড জেনে নিয়ে হ্যাক করে ফেলছে কেউ কেউ। সাইবার ক্রাইম বাড়ছে। তাহলে আপনি নিজেকে আরও বেশি নিরাপদ রাখবেন না কেন? কেন অযথা ঝুঁকি নিতে চাইবেন? স্প্ল্যাশডাটা সেই ২০১১ সাল থেকেই বলে আসছে, কোন পাসওয়ার্ডগুলো বড্ড কমন হয়ে দাঁড়িয়েছে। তারা তো এখন বলছে অন্তত ২০ লক্ষ পাসওয়ার্ড এতটাই কমন যে, সেগুলো অবলীলায় জেনে ফেলছে হ্যাকাররা। তাই ২০১৬-তে এসে স্প্ল্যাশডাটা বলছে যে, নিজের পাসওয়ার্ডে অন্তত ১২ টি অক্ষর এবং সংখ্যা মিলিয়ে রাখুন। আর তারা বলছে এই পাসওয়ার্ডগুলো এত কমন হয়ে গিয়েছে, যে একেবারে ব্যবহার করবেন না। তালিকাটায় একবার চোখ বোলান।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ওয়েব ডেস্ক: আজকের দিনে সবকিছু ক্ষেত্রেই পাসওয়ার্ডটা খুব জরুরি। কিন্তু এই পাসওয়ার্ডও হয়ে যাচ্ছে কমন। তাই আপনার পাসওয়ার্ড জেনে নিয়ে হ্যাক করে ফেলছে কেউ কেউ। সাইবার ক্রাইম বাড়ছে। তাহলে আপনি নিজেকে আরও বেশি নিরাপদ রাখবেন না কেন? কেন অযথা ঝুঁকি নিতে চাইবেন? স্প্ল্যাশডাটা সেই ২০১১ সাল থেকেই বলে আসছে, কোন পাসওয়ার্ডগুলো বড্ড কমন হয়ে দাঁড়িয়েছে। তারা তো এখন বলছে অন্তত ২০ লক্ষ পাসওয়ার্ড এতটাই কমন যে, সেগুলো অবলীলায় জেনে ফেলছে হ্যাকাররা। তাই ২০১৬-তে এসে স্প্ল্যাশডাটা বলছে যে, নিজের পাসওয়ার্ডে অন্তত ১২ টি অক্ষর এবং সংখ্যা মিলিয়ে রাখুন। আর তারা বলছে এই পাসওয়ার্ডগুলো এত কমন হয়ে গিয়েছে, যে একেবারে ব্যবহার করবেন না। তালিকাটায় একবার চোখ বোলান।


১)  12345678


২)  12345


৩)  123456789


৪) football


৫)  1234


৬)  1234567


৭) baseball


৮) welcome


৯) 1234567890


১০) abc123


১১) 111111


১২) 1qaz2wsx


১৩) dragon


১৪) master


১৫) monkey


১৬) letmein


১৭) login


১৮) princess


১৯) qwertyuiop


২০) solo


২১) passw0rd


২২) starwars