ওয়েব ডেস্ক: জিও গ্রাহকদের জন্য আরও একটা দারুণ খবর। প্রথম volte ফিচার ফোন নিয়ে আসার আগে পুরনো রিলায়েন্স লাইফ স্মার্টফোনের দাম অসম্ভব কমে গেল। প্রায় ৬০ শতাংশ কমে গেল লাইফ ব্র্যান্ডের স্মার্টফোনের দাম । lyf water 1, lyf water 11 এবং lyf f1-র দাম সবথেকে বেশি কমল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Lyf water 1- ফোনটি যখন প্রথম লঞ্চ হয়েছিল, তখন দাম ছিল ১৭ হাজার ৩৯৯ টাকা। এখন ফোনটির দাম কমে হয়েছে ৬ হাজার ৯৮৯ টাকা।


Lyf f1- গত বছর অক্টোবরে লঞ্চ করে ফোনটি। ৪২ শতাংশ দাম কমে এখন ফোনটি পাওয়া যাবে ৯ হাজার ৪৯৯ টাকায়।


Lyf water 10- ২ হাজার টাকা দাম কমে এখন ফোনটি পাওয়া যাবে ৬ হাজার ৯৯৯ টাকায়।


এছাড়াও lyf f1 পেয়ে যাবেন ৭ হাজার ২৪৯ টাকায়। Lyf water 7S পেয়ে যাবেন ৭ হাজার ৬৪৯ টাকায়। Lyf earth 1 পেয়ে যাবেন ১৯ হাজার ১৩১ টাকায় এবং Lyf wind 4S পেয়ে যাবেন ৬ হাজার ৫৪৯ টাকায়।