নিজস্ব প্রতিবেদন: ভারতে গাড়ির বাজারকে চাঙ্গা করতে MG Motor নিয়ে আসছে দুর্দান্ত ফিচারের গাড়ি।এতদিন পর্যন্ত  সমস্ত রকম উন্নত প্রযুক্তির মাধ্যমে ভারতের গাড়ির বাজারকে মাতিয়ে রেখেছিল মারুতি সুজুকি। এবার ভারতের বাজারে মারুতি সুজুকি-র সঙ্গে টেক্কা দিতে নতুন ধরনের ইলেকট্রিক গাড়ি আনতে চলেছে MG Motor। গত বৃহস্পতিবার লঞ্চ হলেও এখনও ভারতের বাজারে বিক্রি শুরু হয়নি এই গাড়িটির। গাড়িটির নাম MG ZS EV। এবার জেনে নিন এই গাড়ির নজরকাড়া ফিচারগুলি সম্পর্কে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

MG ZS EV-এর ফিচার:


১) গাড়িটির কেবিন তৈরি করা হয়েছে সম্পূর্ণ আধুনিক নকশায়। সঙ্গে রয়েছে ৮.০ ইঞ্চি টাচস্ক্রিন ডিসপ্লে।


২) ৪৪.৫ kwh IP৬ এর ব্যাটারি প্যাক থাকছে এই গাড়িতে।


৩) চারজিং প্রসেসে রয়েছে ফাস্ট চারজিং অপশন, যেখানে ৪০ মিনিটের মধ্যে চার্জ হবে গাড়ির ব্যাটারির ৮০ শতাংশ।


৪) গাড়ির ছাদে থাকছে প্যানারমিক সান রুফ যা গাড়ির প্রায় ৯০ শতাংশ অংশকে আচ্ছাদিত করে রাখবে। এর ফলে পাবেন মুক্ত বাতাস।


৫) থাকছে উন্নত মানের ইলেকট্রনিক সিম এবং বিল ইন ওয়াইফাই। তাই এই গাড়ি নিয়ে যেখানেই যাবেন কোনও রকম অসুবিধা হবে না নেট পরিষেবায়।


আরও পড়ুন: আকর্ষণীয় দামে দুর্দান্ত ডিজাইনে ভারতের বাজারে আসতে চলেছে Vespa Elettrica স্কুটার


৬) ফেরিশ হোয়াইট, কোপেনহেগেন ব্লু এবং কারেন্ট রেড— এই তিনটি রঙেই পাওয়া যাবে এই গাড়ি।


৭) এটি ৫ সিটার গাড়ি।


৮) দাম শুরু হচ্ছে ২০.৮৮ লাখ টাকা থেকে।