ওয়েব ডেস্ক: অফিস ২০১৬ লঞ্চ করল মাইক্রোসফট কর্প। মঙ্গলবার মাইক্রোসফটের পক্ষে তাদের নতুনতম সংস্করণ অফিস ৩৬৫ লঞ্চ করার কথা ঘোষণা করা হয়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মাইক্রোসফটের অফিস ২০১৬তে রয়েছে উইন্ডোজের জন্য ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, আউটলুক ও অ্যাক্সেস সহ ডেস্কটপ অ্যাপ। চলতি বছরের জুলাই মাসেই ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনের জন্য নিজেদের বহপ্রতীক্ষিত উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম লঞ্চ করে মাইক্রোসফট।


মোট ৪০টি ভাষায় পাওয়া যাবে অফিস ২০১৬ অ্যাপ। উইন্ডোজ ৭ বা তার উপরের ভার্সনগুলিতে ব্যবহার করা যাবে এই অ্যাপ। মঙ্গলবার থেকে অফিস ৩৬৫ সাবস্ক্রাইবাররা অফিস ২০১৬ ডাউনলোড করতে পারবেন।