ওয়েব ডেস্ক: মাইক্রোসফটের লুমিয়া রেঞ্জের স্মার্টফোন বন্ধ হয়ে যেতে চলেছে। সূত্র থেকে জানা গিয়েছে, এই বছরেরই ডিসেম্বর থেকে মাইক্রোসফট লুমিয়া তৈরি এবং বিক্রি দুটোই বন্ধ করে দিতে চলেছে। এর আগে কিছু লুমিয়া হ্যান্ডসেটের দামও কমিয়ে দিয়েছিল মাইক্রোসফট। যাতে লুমিয়ার চাহিদা বাড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন এত কমে ফুল টকটাইম এবং 1 GB ডেটা!


নোকিয়ার থেকে লুমিয়াকে অধিগ্রহণ করেছিল মাইক্রোসফট। এবং তারপর নিজেদের বাজেটে ফোনগুলি বিক্রি করছিল। কিন্তু লুমিয়া সিরিজের ফোনগুলির দাম অতিরিক্ত বেশি হওয়ায় বিক্রির হার বিশেষ ছিল না। যদিও এই ফোনগুলিতে উচ্চমানের ক্যামেরা টেকনোলজি ছিল।


আরও পড়ুন কেন কিনবেন iPhone 7 ও iPhone 7 plus জেনে নিন


প্রসঙ্গত, Lumia 540, 640 XL ফোনগুলির দাম মোটামুটি সাধারণ মানুষের বাজেটের মধ্যেই ছিল। Lumia 65 and 640 XL ফোনগুলির দাম অপেক্ষাকৃত বেশি ছিল। Lumia 950 and 950 XL ফোনগুলি হাই রেঞ্জের ছিল।