মোদীর মুকুটে নতুন পালক, ফেসবুকের `মোস্ট ফলোড ওয়ার্ল্ড লিডার`-এর স্বীকৃতি
নমোই সেরা। দুনিয়ার যত রাষ্ট্রনেতা রয়েছেন তাদের মধ্যে ফেসবুকের বিচারে `মোস্ট ফলোড ওয়ার্ল্ড লিডার` হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Burson-Marsteller-এর প্রকাশিত সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে নরেন্দ্র মোদীর এমনই পাহাড় প্রমাণ জনপ্রিয়তা। ফেসবুক `interaction`-এ, অর্থাত্ `লাইক`, `কমেন্ট`, `শেয়ার` ইত্যাদিতে গত এক বছরে (১লা ফেব্রুয়ারি`২০১৭ পর্যন্ত) নরেন্দ্র মোদীর প্রোফাইলের প্রাপ্তি ১৬৯ মিলিয়ন।
ওয়েব ডেস্ক: নমোই সেরা। দুনিয়ার যত রাষ্ট্রনেতা রয়েছেন তাদের মধ্যে ফেসবুকের বিচারে 'মোস্ট ফলোড ওয়ার্ল্ড লিডার' হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Burson-Marsteller-এর প্রকাশিত সাম্প্রতিক তথ্যে উঠে এসেছে নরেন্দ্র মোদীর এমনই পাহাড় প্রমাণ জনপ্রিয়তা। ফেসবুক 'interaction'-এ, অর্থাত্ 'লাইক', 'কমেন্ট', 'শেয়ার' ইত্যাদিতে গত এক বছরে (১লা ফেব্রুয়ারি'২০১৭ পর্যন্ত) নরেন্দ্র মোদীর প্রোফাইলের প্রাপ্তি ১৬৯ মিলিয়ন।
Burson-Marsteller-এর স্টাডিতে দ্বিতীয় স্থানে রয়েছেন কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামডেক হান সেন, তাঁর ঝুলিতে ৫৮ মিলিয়ন 'interaction'। আর তৃতীয় স্থানে সদ্যপ্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
প্রসঙ্গত, নরেন্দ্র মোদীর প্রযুক্তি প্রেম সুবিদিত। টেক স্যাভি প্রধানমন্ত্রী সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে জনসংযোগেও অত্যন্ত পটু। এমনকি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের ক্ষেত্রেও ডিজিটাইজেশনের পুরোধা তিনি। জনসংযোগ বিশেষজ্ঞদের মতে, মোদীর এই 'ডিজি প্রেম'-এরই স্বীকৃতি মিলল ফেসবুকের মতো জনপ্রিয়তম সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের 'মোস্ট ফলোড ওয়ার্ল্ড লিডার' হওয়ার মাধ্যমে। (আরও পড়ুন- ১৪ সেকেন্ডেই ধরা যাবে মোবাইল চোর! )