মাত্র ১৬ টাকায় সারা মাসের ডেটা!
মাসের ডেটা খরচ মাত্র ১৬ টাকা। শুনতে অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি। মাত্র ২০০ টাকায় সারা বছরের ডেটা পরিষেবা দেবে ডেটাউইন্ড নামে একটি কোম্পানি। মাসের হিসেবে যা ১৬ টাকার একটু বেশি।
ওয়েব ডেস্ক : মাসের ডেটা খরচ মাত্র ১৬ টাকা। শুনতে অবাক লাগছে? কিন্তু এটাই সত্যি। মাত্র ২০০ টাকায় সারা বছরের ডেটা পরিষেবা দেবে ডেটাউইন্ড নামে একটি কোম্পানি। মাসের হিসেবে যা ১৬ টাকার একটু বেশি।
জলের দরে ডেটা। একের পর এক ফ্রি অফার ঘোষণা করে টেলিকম সংস্থাগুলিকে জোর প্রতিযোগিতায় ফেলে দেয় জিও। বাজার ধরতে এরপর বাকি কোম্পানিগুলিও একের পর এক সস্তার ডেটা অফারের কথা ঘোষণা করে। কিন্তু, এত কম দামে ডেটা পরিষেবার কথা সম্ভবত এর আগে কেউ বলেনি!
ডেটাউইন্ড আসলে কানাডার একটি মোবাইল হ্যান্ডসেট প্রস্তুতকারী সংস্থা। ভারতে সস্তায় নেটওয়ার্ক পরিষেবা চালু করতে ইতিধ্যেই লাইসেন্সের জন্য আবেদন করেছে ডেটাউইন্ড। কোম্পানি কর্তৃপক্ষের আশা, খুব শিগগিরই সেই লাইসেন্স মিলে যাবে। আর তারপরই ভারতে তারা ডেটা সার্ভিস চালু করে দিতে পারবে।
আরও পড়ুন, কালই শেষ হচ্ছে জিও'র ফ্রি অফার!