নিজস্ব প্রতিবেদন: অত্যাধুনিক ফিচার নিয়ে এল Motorola-র নতুন দুটি স্মার্টফোন Moto G Power ও Moto G Stylus। Moto G Stylus-এর সঙ্গে থাকছে একটি স্টাইলাস। শীঘ্রই মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় শুরু হবে দুটি ফোনের বিক্রি। যদিও ভারতে এই ফোন কবে আসবে তা এখনও জানা যায়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Moto G Power-এর স্পেসিফিকেশন: 


১) এই ফোনে রয়েছে ৬.4  ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে।


২) ফোনে থাকছে Snapdragon 665 চিপসেট।


৩) ফোন চলবে Android 10 অপারেটিং সিস্টেমে।


৪) ৪ জিবি RAM থাকছে ও ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকছে।


৫) ছবি তোলার জন্য থাকছে ৩টি  ক্যামেরা। ১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেলে   ( ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার) + ২ মেগাপিক্সেল (ডেপথ সেন্সার)। । সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।


৬) এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর ব্যাটারি।


৭) এছাড়া ১০W ফাস্টচার্জ সাপোর্ট। 


৮) দাম শুরু হচ্ছে ১৮,০০০ টাকা থেকে। 



Moto G Stylus-এর স্পেসিফিকেশন:



১) ফোনে রয়েছে ৬.4  ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এতেও রয়েছে হোল-পাঞ্চ ডিসপ্লে।


২) ফোনে থাকছে Snapdragon 665 চিপসেট।


৩) Android 10 অপারেটিং সিস্টেম।


৪) ৪ জিবি RAM ও ৬৪ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।


৫) ছবি তোলার জন্য থাকছে ৩টি  ক্যামেরা। ক্যামেরা এই ফোনের অন্যতম ইউএসপি। রয়েছে ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) +১৬মেগাপিক্সেল  (অ্যাকশন ক্যামেরা ) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো ক্যামেরা)। সেলফি তোলার জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেল ক্যামেরা।


৬) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর ব্যাটারি।


৭) দাম শুরু হচ্ছে ২১,৫০০ টাকা থেকে।


আরও পড়ুন- অবিশ্বাস্য দামে চোখ ধাঁধানো ফিচার সহ লঞ্চ হল Huawei Y7p