অবিশ্বাস্য দামে চোখ ধাঁধানো ফিচার সহ লঞ্চ হল Huawei Y7p

আপাতত দক্ষিণ পূর্ব এশিয়ায় লঞ্চ হয়েছে এই স্মার্টফোন । ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজে থাইল্যান্ডে পাওয়া যাবে Huawei Y7p । শুরু হয়ে গেছে বিভিন্ন অনলাইন স্টোর থেকে এই ফোনের  প্রি-অর্ডারও।

Updated By: Feb 8, 2020, 04:45 PM IST
অবিশ্বাস্য দামে চোখ ধাঁধানো ফিচার সহ লঞ্চ হল Huawei Y7p

বাজার গরম করতে হোল-পাঞ্চ ডিসপ্লে ও ৪৮ সহ মেগাপিক্সেল ক্যামেরা সহ লঞ্চ হল। আপাতত দক্ষিণ পূর্ব এশিয়ায় লঞ্চ হয়েছে এই স্মার্টফোন । ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজে থাইল্যান্ডে পাওয়া যাবে Huawei Y7p । শুরু হয়ে গেছে বিভিন্ন অনলাইন স্টোর থেকে এই ফোনের  প্রি-অর্ডারও। যদিও ভারতে এর বিক্রি কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনও কোনো তথ্য পাওয়া যায়নি । আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম ও স্পেসিফিকেশন সম্পর্কে....

Huawei Y7p-এর  স্পেসিফিকেশন:
 
১) ৬.৩৯ ইঞ্চি ফুল এইচডিপ্লাস ডিসপ্লে।  
 
২) Huawei Y7p -তে  অপারেটিং সিস্টেম থাকবে  Android 9 Pie। 

৩) এই ফোনে রয়েছে  Kirin ৭১০F চিপসেট।

৪) এই ফোনে ৪ জিবি RAM আর ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ। যদিও মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে এই ফোনের স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৫) ছবি তোলার জন্য এই ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৪ মেগাপিক্সেল ( ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + ২ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর)। সেলফি তোলার জন্য এই ফোনে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকছে।

৬) অরোরা ব্লু ও মিডনাইট ব্ল্যাক কালারে পাওয়া যাবে Y7p।

৭) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর ব্যাটারি।

৮) Huawei Y7p এর দাম শুরু হচ্ছে  ১১,৫০০ টাকা থেকে।

.