৪৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৪ জিবি RAM! লঞ্চের আগেই ফাঁস Moto G8 Plus-এর স্পেসিফিকেশন
দেখে নেওয়া যাক Moto G8 Plus-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম...
নিজস্ব প্রতিবেদন: আগামী সপ্তাহে প্রকাশ্যে আসার কথা Motorola-এর নতুন স্মার্টফোন Moto G8 Plus-এর। সেই লঞ্চের এক সপ্তাহ আগেই ফাঁস হল ফোনের স্পেসিফিকেশন। আর সেই স্পেসিফিকেশন যে যথেষ্ট আকর্ষণীয় তা বলাই বাহুল্য। তবে এই স্মার্টফোন ক্রেতাদের মন জয় করতে পারবে কিনা তা নির্ভর করছে ফোনের দাম কত রাখা হবে তার উপর।
বর্তমানে বাজারে বিভিন্ন চিনা সংস্থার ভিড়ে প্রতিযোগিতার নিরিখে হয়তো কিছুটা পিছিয়ে পড়েছে Motorola। তবে নিত্যনতুন আকর্ষণী স্মার্টফোন আনতে কোনও খামতি রাখছে না সংস্থা। আসুন দেখে নেওয়া যাক Moto G8 Plus-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম...
Moto G8 Plus-এর সম্ভাব্য স্পেসিফিকেশন আর দাম:
১) Moto G8 Plus-এ থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ যার মধ্যে রয়েছে একটি ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর। থাকছে ১৬ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর। সঙ্গে থাকছে ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর। ঝকঝকে সেলফির জন্য থাকছে ২৫ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর।
২) সম্ভবত দুটি সংস্করণে লঞ্চ হচ্ছে Moto G8 Plus। ৪ জিবি RAM+ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ এবং ৪ জিবি RAM+ ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ ভার্সানে প্রকাশিত হচ্ছে Moto G8 Plus। থাকছে Snapdragon 665 চিপসেট।
৩) Moto G8 Plus ফোনে থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ফাস্ট চার্জ সাপোর্ট।
আরও পড়ুন: রেস্তোরাঁয় খাবারের অর্ডার নিচ্ছে, পরিবেশন করছে রোবট! দেখুন ভিডিয়ো...
৪) তবে এই ফোনে Android 9.0 থাকবে বলে জানা গিয়েছে।
৫) থাকছে ৬.৩ ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনের উপরে ছোট্ট নচে থাকছে সেলফি ক্যামেরা।
৬) দামের ব্যাপারে এখনও কিছু জানায়নি সংস্থা। তবে, মনে করা হচ্ছে ১২,৯৯৯ টাকা থেকে ১৪,৯৯৯টাকার মধ্যেই দাম রাখা হতে পারে Moto G8 Plus-এর।