ওয়েব ডেস্ক: ফ্লিপকার্টের সঙ্গে এক্সক্লুসিভ পার্টনারশিপের এক বছরের মধ্যেই এদেশে ৩০ লক্ষ ফোন বিক্রি করে ফেলল মোটোরোলা। বিশ্বে বর্তমানে স্মার্টফোনের অন্যতম সেরা বাজার ভারত। দিন দিন এদেশে বাড়ছে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

মোটোরোলার পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন মোটো ই এবং মোটো জি বিক্রি হয়েছে প্রায় ১৫ লক্ষ।


মোটোরোলা কর্তৃপক্ষ ভারতে তাদের সাফল্যে বর্তমানে বেজায় খুশি। এই বছর মার্চ মাসের মধ্যে বেঙ্গালুরুতে মোটোরোলা এক্সপেরিয়েন্স সেন্টার খুলতে চলেছে তারা। আগামী ৬ থেকে ৯ মাসের মধ্যে সারা দেশের প্রধান শহরগুলিতে ৫ থেকে ১০টি এক্সপেরিয়েন্স সেন্টার পরিকল্পনা রয়েছে এই  সংস্থার।


দিল্লিতে চলন্ত সার্ভিস সেন্টার খোলার পরিকল্পনাও রয়েছে মোটো কর্তৃপক্ষের।


মোটোরোলার বর্তমান মালিকানা চিনের লেনোভোর হাতে। এর মধ্যেই সুদূর প্রাচ্যের দেশগুলিতে বেশ কিছু অপরেশন অ্যান্ড ডিভাইস কাস্টোমাইজেশন সার্ভিস মোটো মার্কেট খুলে ফেলেছে লেনোভো।