নিজস্ব প্রতিবেদন: নাসা এবার আকাশে ট্যাক্সি চালাবে। তার পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে। অচিরেই তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আগামি ১০ সেপ্টেম্বর পর্যন্ত NASA তার এই বিশেষ পরীক্ষা চালাবে। নাসা তার এই বিশেষ প্রকল্পটার নাম দিয়েছে testing electric vertical takeoff and landing বা সংক্ষেপে  eVTOL। তার এই প্রকল্পটি Advanced Air Mobility (AAM)-র আওতাভুক্ত। আগামি শুক্রবার ক্যালিফোর্নিয়ার কাছে ইলেক্ট্রিক ফ্লাইট বেস বিগ সুর-এ এর চূড়ান্ত টেস্ট ডে ধার্য হয়েছে।


আরও পড়ুন: VPN : ভারতে ভিপিএন বন্ধ করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক! কিন্তু কেন?


এই পরীক্ষা সফল হলে NASA আগামি দিনে শহরাঞ্চলে বা তার সন্নিহিত এলাকার আকাশপথে বিদ্যুৎচালিত এই এয়ার ট্যাক্সি চালাবে বলে পরিকল্পনা করে রেখেছে। এটা সেক্ষেত্রে একটি বিকল্প পরিবহণ ব্যবস্থা হিসেবে গণ্য হতে পারবে। যে পরিবহণ মাধ্যমে মানুষ ও মালপত্র দুইই সাফল্য়ের সঙ্গে বহন করা যাবে।


তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে তাদের আরও অনেকগুলি বিষয় খতিয়ে দেখে নেওয়ার পরিকল্পনাও আছে। যেমন সংশ্লিষ্ট এলাকার আকাশে কতটা এয়ারস্পেস পাওয়া যাবে বা এয়ার ট্যাক্সির লোকেশন কোথায় কোথায় কী ভাবে করা যাবে ইত্যাদি।


(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)


আরও পড়ুন: Tech Tips: বিনা ঝঞ্ঝাটে iOS থেকে Android ফোনে হোয়াটসঅ্যাপ চ্যাট ট্রান্সফার! দেখে নিন পদ্ধতি