নিজস্ব প্রতিবেদন: ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে আমরা অনেক শুনেছি। বিজ্ঞানীরা জানিয়েছেন মহাবিশ্বে এমন গহ্বর নিকষ কালো এবং এর আকর্ষণ ক্ষমতা এতটাই যে আলো পর্যন্ত এর মধ্য দিয়ে যেতে পারে। ব্ল্যাক হোলের শূন্যতা শুষে নেয় আলোকেও। এবার সেই ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসা অদ্ভূত ও ভয় ধরিয়ে দেওয়ার মতো শব্দ শোনালেন নাসা-র বিজ্ঞানীরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ব্ল্যাক হোল থেকে ছুটে আসা চাপের তরঙ্গকে শব্দ তরঙ্গে পরিণত করে তা রেকর্ড করেছেন নাসা-র বিজ্ঞানীরা। এ সপ্তাহে সেই শব্দ রিলিজ করা হয়েছে নাসার তরফে।


নাসা-র তরফে বলা হয়েছে, 'সাধারণভাবে মনে করা হয় মহাশূন্যে কোনও শব্দ নেই। কারণ সেটা বায়ুশূন্য। আর বায়ুশূন্য স্থান দিয়ে শব্দ চলাচল করতে পারে না। কিন্তু একটি গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে গ্যালাক্সিগুলি গ্যাস নির্গমন করতে থাকে। এর ফলেই শব্দ চলাচলের একটি মাধ্যম তৈরি হয়।' নাসা ব্ল্যাক হোলের যে শব্দ রিলিজ করেছে তা আসল শব্দের থেকে অনেক গুন বেশি।
 
আরও পড়ুন-গরমের ছুটি নিয়ে রাজ্যের হলফনামা তলব হাইকোর্টের


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)