ওয়েব ডেস্ক: গোটা দেশ জুড়ে শুরু হয়ে গিয়েছে 'ডাটা যুদ্ধ'। অবশ্য এর শুরুটা আজকের নয়, ইন্টারনেটের রমরমার প্রথম দিন থেকেই প্রতিযোগিতার বাজারে টেলিকম সংস্থাগুলোর প্রতিদ্বন্দ্বিতা কারোর অজানা নয়। কোনও টেলিকম সংস্থা ফ্রি-তে সিম বিলি করেছে, আবার কোনও টেলিকম সংস্থা চোখ ধাঁধানো ডাটা প্যাক নিয়ে এসে বাজারে আধিপত্য কায়েম করেছে। লড়াইটা এখন আরও জোরদার। অনেক টেলিকম সংস্থা একই বাজারে বাজার নিয়ন্ত্রণ করতে চাইছে। তাই যে যত কমে সব থেকে বেশি কিছু দিতে পারছে গ্রাহক তাঁর ঘরেই কড়া নাড়ছে। গ্রাহকদের কাছে কেউ নিয়ে এসেছেন 4G ডাটা প্যাক, কেউ কমিয়েছেন ডাটা প্যাকের দাম। প্রসঙ্গত উল্লেখ করতেই হচ্ছে রিলায়েন্সের কথা। নিজের ডাটা শুল্ক ৬৭% কমিয়ে নিয়ে এসেছে তাঁরা। শোনা যাচ্ছে, অগাস্টে রিলায়েন্স এমন অফার আনতে চলেছে, যেখানে ৯০ দিনের জন্য ফ্রি 4G ডাটা ব্যবহার করতে পারবে গ্রাহক। আসছে রিলায়েন্স জিও। যেখানে ২,৯৯৯ টাকা দিলেই ৩ মাস যতখুশি ইন্টারনেট ব্যবহারের ছাড় পাবে গ্রাহক। এছাড়াও ১০ জিবি ডাটা ব্যবহার করতে হলে টাকা দিতে হবে মাত্র ৫০০। ১ জিবি নেট ব্যবহার করা যাবে মাত্র ৮০ টাকায়।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন, এবার ৮০ টাকাতেই পাবেন ১ GB ৪জি ডেটা ও ফ্রি কল


পিছিয়ে নেই আইডিয়া ও ভারতী এয়ারটেলও। নিজেদের ডাটা শুল্ক কমিয়ে নিয়ে এসছে আইডিয়া। 
২ জিবি- এখন ৩৪৯ টাকায় (২৮ দিন), আগে ছিল ৪৪৯ টাকা। 
৫ জিবি- এখন ৬৪৯ টাকায় (২৮ দিন), আগে ছিল ৮৪৯ টাকা।
১০ জিবি- এখন ৯৯০ টাকায় (২৮ দিন), আগে ছিল ১৯৪৯ টাকা। 



এয়ারটেল একই টাকায় বাড়িয়ে দিল ডাটা ব্যবহারের সুযোগ। 


৫৮০ এমবি (আগে ছিল ৪৪০ এমবি)- ১৪৫ টাকা
৩ জিবি (আগে ছিল ২জিবি)- ৪৫৫ টাকা (২৮ দিন)
৫ জিবি (আগে ছিল ৩ জিবি)- ৬৫৫ টাকা (২৮ দিন)
৬ জিবি (আগে ছিল ৪ জিবি)- ৭৫৫ টাকা (২৮ দিন)
৭ জিবি (আগে ছিল ৫ জিবি)- ৮৫৫ টাকা (২৮ দিন)
১০ জিবি (আগে ছিল ৬.৫ জিবি)- ৯৮৯ টাকা (২৮ দিন)