নিজস্ব প্রতিবেদন: ভারতে এল Xiaomi Redmi 6 Pro-এর নতুন Android Pie আপডেট। সংস্থার তরফে দুই সপ্তাহ আগেই MIUI 10.3.2 global stable আপডেট দেওয়া শুরু হয়। নতুন এই MIUI 10.3.2 global stable আপডেট-এ Recovery এবং Fastboot ROM files প্রদান করা হবে। আপডেট নামানোর পর ব্যবহারকারীরা ম্যানুয়াল পদ্ধতিতে আপডেটের প্যাকেজ নামাতে পারবেন এবং নতুন ফিচার-গুলি দেখতে পারবেন। 
সপ্তাহ দুয়েক আগেই MIUI 10.3.2 global stable আপডেট পেতে শুরু করে Redmi 6 Pro। এ বার ভারতে ম্যানুয়াল -ভাবে Mi Community ফোরাম থেকে ডাউনলোড ও ইনস্টল করা সম্ভব। শুধু মাত্র Android Pie আপডেট নয়, এর সঙ্গে সঙ্গে থাকছে May security patch।
Recovery ROM এবং Fastboot ROM পাওয়া যাবে নতুন এই আপডেট-এ। তবে এই ROM ইন্সটল করার আগে, ফোন-এর ব্যাকআপ নেওয়া প্রয়োজন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ভারতের বাজারে এল 'পাঞ্চ হোল' ক্যামেরা ও 'স্ক্রিন-সাউন্ড' প্রযুক্তিসহ Samsung Galaxy M40


দেখে নিন নতুন MIUI 10.3.2 global stable আপডেট-এ কি কি নতুন ফিচার পাবেন:


১. ব্যবহারকারীদের ডেটা-এর সুরক্ষার কথা ভেবে, নতুন এই আপডেটে আনা হচ্ছে ফেস আনলক-এর ফিচার। 
২. ব্যাটারি দীর্ঘস্থায়ী করতে এই আপডেটে থাকছে সম্পূর্ণ User Interface জুড়ে Dark Mode-এর অপশন। 
৩. এর আগে কিছু কিছু Redmi 6 Pro-তে Whatsapp এর Icon-এ নোটিফিকেশন ব্যাজ না আসা, ল্যান্ডস্কেপ মোডে Low Battery Warning না আসার মতো সমস্যাগুলি ছিল। নতুন এই আপডেটে সেই সমস্যাগুলির সুরাহা করা যাবে।
৪. ফোন লক্ করা অবস্থায় নোটিফিকেশন যাতে না পরা যায়, সেই দিকেও নজর রাখা হয়েছে এই ফোনে। লকস্ক্রিন-এ যাতে নোটিফিকেশন শেড নামানো না যায়, তার জন্য থাকছে নতুন অপশন। 
৫. navigation gestures-এর সুবিধা রাখা হচ্ছে এই আপডেটে।


আপনার ফোন-এ আপডেট এসেছে কি না, সেটা কি করে দেখবেন?
ফোনের Settings-এ যান। সেখানে About phone অপশন-এ যান। সেখান থেকে System update-এ টাচ করুন। 
প্রসঙ্গত, সম্প্রতি সংস্থার পুরানো মডেলের দশটি ফোনে আপডেট বন্ধ করেছে সংস্থা। 
দেখে নিন কোন কোন ফোনে আর পাবেন না MIUI ১০.৩-ভিত্তিক Android Pie আপডেট: Redmi-র এই স্মার্টফোনগুলিকে আর আপডেট করবে না Xiaomi!