Redmi-র এই স্মার্টফোনগুলিকে আর আপডেট করবে না Xiaomi!

আপনার Redmi স্মার্টফোনটি এই তালিকায় নেই তো! দেখে নিন এক নজরে...

Updated By: Jun 3, 2019, 02:35 PM IST
Redmi-র এই স্মার্টফোনগুলিকে আর আপডেট করবে না Xiaomi!
—প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি বাজারে এসেছে Xiaomi Redmi Note 7 । সর্বশেষ Android 9 Pie অপারেটিং সফটওয়ার যুক্ত এই ফোনের চাহিদাও তুঙ্গে। এরই মধ্যে redmi ব্যবহারকারীদের জন্য এল খারাপ খবর।

Redmi সিরিজের বেশ কিছু পুরোনো মডেলের ফোনের Android 9 Pie ভিত্তিক MIUI আপডেটের অপশন বন্ধ করছে Xiaomi। Redmi সিরিজের প্রায় ১০টি পুরোনো মডেলের ফোনে থাকছে না এই আপডেট। MIUI 11 আপগ্রেড থেকে বঞ্চিত হবেন এই ব্যবহারকারীরা। তবে ফোনগুলিতে আপাতত Android Security আপডেট বহাল রাখছে Xiaomi। প্রাথমিকভাবে MIUI-এর বেশ কিছু চিনা ফোরাম সূত্রে এমনটাই জানা গিয়েছে।
কোম্পানির কর্তাদের মতে পাঁচ বছরেরও বেশি পুরোনো ফোনেও পর পর MIUI আপডেট দিয়েছে Xiaomi।কিন্তু সময়ের সঙ্গে আরও নতুন নতুন মডেল বাজারে আনার পরে আর এই আপডেট দিতে পারবে না Xiomi। যে ফোনগুলি এই আপডেট থেকে বঞ্চিত হবে তার একটি তালিকা প্রকাশ করেছে Xiaomi। সেই তালিকাভুক্ত ফোনগুলি হল –

১. Xiaomi Redmi Note 3:

Internal Storage: ১৬/৩২ জিবি
Ram: ২/৩ জিবি

Chipset: Qualcomm Snapdragon 650

২. Xiaomi Redmi 3S:

Internal Storage: ১৬ জিবি
Ram: ২ জিবি

Chipset: Qualcomm Snapdragon 430

আরও পড়ুন : ভারতে কবে আসছে 5G? জেনে নিন

৩. Xiaomi Redmi 3X:

Internal Storage:  32 জিবি
Ram: ২ জিবি

Chipset: Qualcomm Snapdragon 430

৪. Xiaomi Redmi 4:

Internal Storage: ১৬ জিবি
Ram: ২ জিবি

Chipset: Qualcomm Snapdragon 430

৫. Xiaomi Redmi Note 4:

Internal Storage: ৬৪/৩২ জিবি
Ram: ৩/৪ জিবি

Chipset: Qualcomm Snapdragon 625

আরও পড়ুন : টানা ৬ ঘণ্টা PUBG খেলার পর মৃত্যু ১৬ বছরের কিশোরের!

৬. Xiaomi Redmi Note 4A:

Internal Storage: ১৬/৩২ জিবি
Ram: ২ জিবি

Chipset: Qualcomm Snapdragon 425

৭. Xiaomi Redmi Pro:

Internal Storage: ৩২/ ৬৪/১২৮ জিবি
Ram: ৩/৪ জিবি

Chipset: Mediatek Helio X20/ X25

৮. Xiaomi Redmi Y2:

Internal Storage: ৬৪/৩২ জিবি
Ram: ৩/৪ জিবি

Chipset: Qualcomm Snapdragon 625

৯. Xiaomi Redmi 6:

Internal Storage: ৬৪/৩২ জিবি
Ram: ৩/৪ জিবি

Chipset: Mediatek Helio  Mediatek Helio P22

১০. Xiaomi Redmi 6A:

Internal Storage: ১৬/৩২ জিবি
Ram: ২/৩ জিবি

Chipset: Mediatek Helio A22

প্রসঙ্গত, MIUI11 আপডেটে  ফোনে অ্যাড রিমুভালের মতো সুবিধা থাকছে। এছাড়াও মসৃণ ব্যবহারের অভিজ্ঞতার দিকেও নজর দিয়েছে Xiaomi।

.