ওয়েব ডেস্ক : একসঙ্গে তিন-তিনটে প্রোডাক্ট নিয়ে ভারতের বাজার কাঁপাতে আসছে নোকিয়া। জুনের ১৩ তারিখেই ভারতের বাজারে লঞ্চ করবে নোকিয়া ৬, নোকিয়া ৫ ও নোকিয়া ৩। বাজার বিশেষজ্ঞরা বলছেন, একসঙ্গে তিনটে অ্যানড্রয়েড স্মার্টফোন নিয়ে এসে পুরো বাজারটাই কার্যত দখল করে নেবে নোকিয়া। কারণ হ্যান্ডসেটের দুনিয়ায় নোকিয়া প্রথম থেকেই অত্যন্ত বিশ্বাসযোগ্য একটি ব্র্যান্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

একনজরে দেখে নেওয়া যাক ফোনগুলির ফিচার্স-


নোকিয়া ৬-
৫.৫ ইঞ্চ ফুল HD ডিসপ্লে, ৩২GB ইন্টারনাল স্টোরেজ (এক্সপ্যান্ডেবল ২৫৬GB অবধি), ৩ GB RAM, ৩০০০mAH ব্যাটারি, ১৬ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
দাম- ১৭,৬০০ টাকা


নোকিয়া ৫-
৫.২ ইঞ্চ ৭২০ পয়েন্ট HD ডিসপ্লে, ১৬GB ইন্টারনাল স্টোরেজ (এক্সপ্যান্ডেবল ২৫৬GB অবধি), ২ GB RAM, ৩০০০mAH ব্যাটারি, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
দাম- ১৩,৩০০ টাকা


নোকিয়া ৩-
৫.০ ইঞ্চ ৭২০ পয়েন্ট HD ডিসপ্লে, ১৬GB ইন্টারনাল স্টোরেজ (এক্সপ্যান্ডেবল ২৫৬GB অবধি), ২ GB RAM, ২৬৫০mAH ব্যাটারি, ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা
দাম- ৯,৮০০ টাকা


আরও পড়ুন, একই শরীরে একজোড়া হার্ট, একটি আবার নারীর 'হৃদয়'!