নিজস্ব প্রতিবেদন: যাঁরা নোকিয়ার স্মার্টফোন পছন্দ করেন, তাঁদের জন্য সুখবর। সদ্যই লঞ্চ করল নোকিয়া ৭। তবে, ভারতে নয়। চিনে। সাধ্যের মধ্যে দামে চিনে লঞ্চ করল ফোনটি। নোকিয়া ৮-এর মতোই ফিচার্সসহ ফোনটির দাম, নোকিয়া ৮-এর তুলনায় প্রায় অর্ধেক। জেনে নিন কী কী ফিচার্স রয়েছে ফোনটিতে-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১) ৫.২০ ইঞ্চি ডিসপ্লে।
২) 1.8ghZ অক্টা কোর প্রসেসর।
৩) 4 GB RAM
৪) ৬৪ জিবি স্টোরেজ।
৫) ১৬ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৬) ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।
৭) অ্যান্ড্রয়েড ৭.১.১।


এছাড়াও নোকিয়ার নতুন লঞ্চ করা এই অত্যাধুনিক স্মার্টফোনটিতে রয়েছে OZO অডিও টেকনোলজি, ৩৬০ ডিগ্রি রেকর্ডিংয়ের সুবিধা। 4 জিবি RAM এবং 6 জিবি RAM, এই দুই রকমের নোকিয়া ৭ বের করেছে নোকিয়া। ফোনটির দাম ভারতীয় মুদ্রায় যথাক্রমে ২৫ হাজার টাকা এবং ২৬ হাজার ৫০০ টাকা।


জিওকে টেক্কা দিতে নতুন ডেটা অফার ভোডাফোনের