নিজস্ব প্রতিবেদন: গ্রুপ ভিডিয়ো কলের জন্য এখন আর অন্য কোনও অ্যাপের উপর নির্ভর করতে হবে না। কারণ, এ বার WhatsApp থেকেই একসঙ্গে ৫০ জনকে নিয়ে গ্রুপ ভিডিয়ো কল করা যাবে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এখন থেকে WhatsApp Messenger Room-এর সাহায্যেই একসঙ্গে ৫০ জনকে গ্রুপ ভিডিয়ো কলে যুক্ত করা যাবে। তার জন্য ব্যবহারকারীদের WhatsApp ও Messenger-এর লেটেস্ট অপডেট থাকাটা অত্যন্ত জরুরি। এবার জেনে নেওয়া যাক WhatsApp Messenger Room-এর সাহায্যে একসঙ্গে ৫০ জন কী ভাবে গ্রুপ ভিডিয়ো কলিং করবেন।


১) প্রথমে WhatsApp খুলুন এবং কল অপশনটি বেছে নিন। তার পর ‘ক্রিয়েট এ রুম’ অপশনে ক্লিক করুন। এবার ‘কন্টিনিউ ইন মেসেঞ্জার’ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এটি আপনাকে Messenger অ্যাপে নিয়ে যাবে।


২) এ বার Messenger অ্যাপে ‘ট্রাই ইট ফর প্রমটেড’ অপশনে ক্লিক করতে হবে। তার পর ‘ক্রিয়েট এ রুম’ অপশনে ক্লিক করে রুমের একটি নাম দিতে হবে।


৩) এরপর ‘সেন্ড লিঙ্ক অন WhatsApp’ অপশনে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলেই ফের WhatsApp খুলে যাবে। এ বার যাঁদের ভিডিয়ো কলিং-এ যুক্ত করতে চান, WhatsApp-এ তাঁদের লিঙ্ক পাঠিয়ে ভিডিয়ো কলিং করতে পারবেন।


আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে এই অপশন অন করেছেন? না হলেই বিপদ


WhatsApp-এ রুমগুলিতে কী ভাবে যোগদান করবেন:


১) WhatsApp রুমের লিঙ্কটিতে ক্লিক করুন।


২) এই লিঙ্কটি আপনাকে Messenger-এ নিয়ে যাবে।


৩) এর পর গ্রুপ কলিং-এ যোগদান করতে আপনি একই সঙ্গে ৫০ জন ভিডিয়ো বা অডিও কল করতে পারবেন।