নিজস্ব প্রতিবেদন: বর্তমানে করোনাভাইরাসের প্রকোপে জেরবার গোটা বিশ্ব। গৃহবন্দি দুনিয়ার বেশির ভাগ মানুষই। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে ইন্টারনেট। এই কারণে অনেক সময়ই ইন্টারনেটের স্পিড কমে যায়, বাফারিং হতে থাকে। পরিস্থিতি বুঝে তাই ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল WhatsApp। শুধু WhatsApp নয়, আরও কিছু সংস্থাও এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

WhatsApp স্ট্যাটাসে এখন থেকে আর ১৫ সেকেন্ডের বেশি ভিডিও দেওয়া যাবে বলে জানিয়ে দিয়েছে এই সংস্থা। WABetaInfo ওয়েবসাইটের মাধ্যমেই এই তথ্যটি সকলের সামনে এসেছে। WhatsApp-এর মতো একাধিক সংস্থাই কমিয়ে দিয়েছে ভিডিয়োর সময়। WhatsApp-এর এই সিদ্ধান্ত আপাতত ভারতে কার্যকর করা হয়েছে।


আরও পড়ুন: বাড়ির WiFi রাউটার, মোবাইল নেটে ফাঁদ পাতছে হ্যাকাররা! বিপদ এড়াতে ভুলেও ক্লিক নয় এই সব লিঙ্কে


ইতিমধ্যেই WhatsApp-এর দুটি লেটেস্ট ভার্সনে ১৫ সেকেন্ডের বেশি ভিডিও দেখা যাচ্ছে না। বিটা ভার্সন ও স্টেবল ভার্সন। কিন্তু লক ডাউনে ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখার জন্যই এই পরিবর্তন কিনা তা এখনও সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি।