নিজস্ব প্রতিবেদন: এক ট্যাব থেকে অন্য ট্যাব, প্রযুক্তির এই হাঁটা চলা বন্ধ করে হোয়াটসঅ্যাপ চালু করল সরাসরি জ্ঞাপন। এখন থেকে হোয়াটসঅ্যাপে যেকোনও ইউটিইউব লিঙ্কে ক্লিক করলে তা সরাসরি দেখতে পাবে ব্যবহারকারীরা। সে জন্য আর আলাদা করে ইউটিউব অ্যাপ ওপেন করতে হবে না হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে। অর্থাৎ, চ্যাট বক্সেই খুলে যাবে ভিডিও লিঙ্ক। এছাড়াও, আধুনিক হোয়াটসঅ্যাপে একই সঙ্গে ভিডিও স্ক্রিনিং এবং চ্যাট চালিয়ে যাওয়ার পরীক্ষা-নিরীক্ষাও চালাচ্ছে মার্ক জুকারবার্গের সংস্থা। তবে এখন এই পরিষেবা পাবেন কেবলমাত্র আইফোন ব্যবহারকারীরাই। খুব শীঘ্রই এই পরিষেবা পাবেন অ্যান্ড্রয়েড এবং উইন্ডোজ ফোন ব্যবহারকারীরাও। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- মাত্র ১০,৯৯৯ টাকায় চারটে ক্যামেরাওয়ালা ফোন, সঙ্গে Full HD ডিসপ্লে


এই সুবিধা আসার ফলে, এখন থেকে আর কোনও  হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীকে আলাদা করে ইউটিউব ইনস্টল করতে হবে না। হোয়াটসঅ্যাপ থেকেই সরাসরি ইউটিউব ভিডিও দেখা যাবে। উল্লেখ্য, অ্যাপেলের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ২.১৮.১১ ভার্সন আপডেট করালেই নতুন পরিষেবা ব্যবহারের সুবিধা পাবেন।


আরও পড়ুন- এবার অনলাইনে পাওয়া যাবে ‘পতঞ্জলি’-র পণ্য