ওয়েব ডেস্ক : বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপ। জনপ্রিয়তায় এদের ধারেকাছে কেউ নেই। কিন্তু, জানেন কি, দিনে কত মেসেজ চালাচালি হয় এই দুই অ্যাপের মাধ্যমে?


সংখ্যাটা ৬০ বিলিয়ন। মানে ৬০০ কোটি! হ্যাঁ, সারাদিনে এই দুই অ্যাপের মাধ্যমে এত সংখ্যক মেসেজই চালাচালি করেন বিশ্বের মানুষ। এই ২টি মেসেজিং অ্যাপ নিজেদের ফোনে ডাউনলোড করেছেন প্রায় ১০ কোটি মানুষ। এদিকে সারাদিনে বিশ্বে SMS পাঠানো হয় ২০ বিলিয়ন বা ২০০ কোটি। অর্থাত্ মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে মেসেজ চালাচালির পরিমাণ, SMS-এর মোট পরিমাণের তিনগুণ। সম্প্রতি ভার্গকে এই পরিসংখ্যান জানিয়েছেন ফেসবুকের কর্ণধার মার্ক জুকেরবার্গ।