ওয়েব ডেস্ক : নেট দুনিয়ায় এমন ঘটনাও ঘটতে পারে জানা ছিল না। তবুও ঘটল। আর তাও এমন সময় যখন গোটা দেশ নোট ইস্যুতে উত্তাল।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কি ঘটল সেখানে?


অনলাইন শপিং সাইট ইবে-তে এবার ২,০০০ টাকার নোট বিক্রি হল মোটা টাকায়। দাম শুরু হয় সাড়ে ৩ হাজার টাকা থেকে। তবে, এর মধ্যে রয়েছে আরও অনেক গল্প। রয়েছে ধর্মীয় বিশ্বাসের বিষয়ও। নতুন ২০০০ টাকার নোটের নম্বরের সঙ্গে যদি কোনও ধর্মীয় সংখ্যার বিষয় থাকে, তবে সে ক্ষেত্রে দাম আরও বেশি দিতে হতে পারে। নোট কেনার ক্ষেত্রে ব্যাবহার করা যাচ্ছে অনলাইন পেমেন্ট মোডও। ইতিমধ্যেই একটি নোটের জন্য ইবে-তে দড় উঠেছে ২ লাখ টাকা।


এদিকে, ওই বিশেষ নোটটির ক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করেছে অনলাইন শপিং সাইটটি। বিশেষ নোটটি যাতে কোনও ভাবে বাইরে প্রকাশ না করা হয় তার জন্যও সব রকম ব্যবস্থা করা হচ্ছে।