নিজস্ব প্রতিবেদন: ১৬ জানুয়ারি, বৃহস্পতিবার ভারতে লঞ্চ হচ্ছে Oppo F15। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Oppo F15-এ থাকছে Snadragon 665 চিপসেট, ৮ জিবি RAM, ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৪,০২৫ mAh ব্যাটারি। আসুন জেনে নেওয়া যাক Oppo F15-এর স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Oppo F15-এর স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম:


১) ৬.৪ ইঞ্চি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে। থাকছে ডিউ-ড্রপ নচ। Oppo F15-এর স্ক্রিন টু বডি রেশিও ৮৫ শতাংশের বেশি।


২) ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনটি।


৩) এই স্মার্টফোনে থাকবে Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Mediatek MT6771V Helio P70 (12nm) চিপসেট।


৪) ছবি তোলার জন্য থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেলে (আল্ট্রা ওয়াইড সেন্সার) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো সেন্সার) + ২ মেগাপিক্সেল (পোট্রেট ক্যামেরা) কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এর সঙ্গেই রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।


আরও পড়ুন: অবিশ্বাস্য দামে আজ থেকে বিক্রি শুরু হচ্ছে চারটি রিয়ার ক্যামেরা, ৪ জিবি RAM-সহ Realme 5i!


৫) এই ফোনে থাকবে ৪,০২৫ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। এর সঙ্গেই থাকছে VOOC 3.0 Flash Charge ফাস্ট চার্জিং প্রযুক্তির সুবিধা। সংস্থার দাবি মাত্র ৫ মিনিট চার্জ করেই Oppo F15 ফোনে অন্তত ২ ঘণ্টার টকটাইম পাওয়া যাবে। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।


৬) বৃহস্পতিবারের লঞ্চ ইভেন্ট থেকেই এই ফোনের দাম জানা যাবে। মনে করা হচ্ছে ভারতে এই ফোনের দাম ১৫,০০০ টাকা থেকে ২২,০০০ টাকার মধ্যে রাখা হতে পারে।


 


তথ্যসূত্র: জিএসএম এরিনা।