ফোন থেকে পপ আপ করবে ক্যামেরা, ভারতে লঞ্চ হল Oppo Find X
ফোনটির পপ আপ মডিউলে রয়েছে ২৫ মেগাপিক্সেল এআই ক্যামেরা। সঙ্গে রয়েছে থ্রি ডি স্ক্যানিং সেন্সর। যা কম আলোতেও ফোনটিকে আনলক করতে পারে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক বাদ দিয়েছে ওপো। ফোনটির পিছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা মডিউল। সঙ্গে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাস।
নিজস্ব প্রতিবেদন: ভারতে লঞ্চ হল ওপো-র লেটেস্ট প্রিমিয়াম ফোন ফাইন্ড এক্স। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে সংস্থার তরফে এদেশে ফোনটির আত্মপ্রকাশ ঘটানো হয়। ভারতের বাজারে ফোনটি মিলবে ৫৯,৯৯০ টাকায়। ২৫ জুলাই থেকে ফ্লিপকার্টে প্রিবুক করা যাবে ফাইন্ড এক্স। ৩ অগাস্ট থেকে কেনা যাবে ফোনটি।
ওপো-র দাবি এবছরের সবচেয়ে উদ্ভাবনী ফোন ফাইন্ড এক্স। ফোনটির ক্যামেরা ও অন্যান্য বেশ কিছু যন্ত্রাংশ লুকানো রয়েছে ফোনের ভিতরেই। দরকারে ফোনের ওপর থেকে বেরিয়ে আসবে সেগুলি। ভারতের ফাইন্ড এক্স-এর বাজারে ৮ জিবি RAM ও ২৫৬ জিবি মেমরি ভার্সন লঞ্চ করেছে ওপো।
ফোনটিতে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট। যাতে রয়েছে তৃতীয় প্রজন্মের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি। সঙ্গে রয়েছে ৬.৪২ ইঞ্চি অ্যামোলেড স্ক্রিন। ফোন ও স্ক্রিনের অনুপাত ৯৩.৮ শতাংশ। ওপোর দাবি, ফাইন্ড এক্স-ই প্রথম ফোন যার সামনের দিক থেকে স্ক্রিন ছাড়া কোনও যন্ত্রাংশ দেখা যায় না। ফোনটির পিছনদিকও তৈরি হয়েছে কাচ দিয়ে। ফোনটির দু'পাশেই রয়েছে গরিলা গ্লাসের সুরক্ষা।
ফোনটির পপ আপ মডিউলে রয়েছে ২৫ মেগাপিক্সেল এআই ক্যামেরা। সঙ্গে রয়েছে থ্রি ডি স্ক্যানিং সেন্সর। যা কম আলোতেও ফোনটিকে আনলক করতে পারে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ও ৩.৫ মিমি হেডফোন জ্যাক বাদ দিয়েছে ওপো। ফোনটির পিছনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ও ২০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা মডিউল। সঙ্গে রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাস।
বিক্রি শুরু হল Xiaomi-র সবচেয়ে সস্তা ফোন Redmi 5A-এর!
ওপো ফাইন্ড এক্স-এ রয়েছে ৩,৭৩০ এমএএইচ ব্যাটারি। সঙ্গে রয়েছে VOOC ফ্ল্যাস চার্জ প্রযুক্তি। যার সাহায্যে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে ২ ঘণ্টা কথা বলা যাবে এই ফোনে।
নতুন ফোনটিতে রয়েছে কালার ওএস ৫.১। যা অ্যান্ডরয়েড পি বেটা সংস্করণ নির্ভর। ফোনটির মেইন ক্যামেরায় রয়েছে ২১টি সিন মোড। তাছাড়া আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে নিজের থেকেই সিন মোড বেছে নিতে পারে ফোনটি।