নিজস্ব প্রতিবেদন: চলতি মাসেই বাজারে আসছে Oppo-এর নতুন বাজেট ফোন K3। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে পপ-আপ ক্যামেরা দিতে বাজারে এই ফোন আনছে Oppo। চিনে এর মধ্য়েই প্রকাশ্যে এসেছে Oppo K3।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Amazon-এ এই ফোনের টিজার প্রকাশ করেছে Oppo। চলতি মাসের শেষেই ভারতে এই ফোন লঞ্চ করতে চাইছে সংস্থা। 


এক নজরে দেখে নিন Oppo K3-এর স্পেসিফিকেশন আর দাম:


১) ৬.৫ ইঞ্চি AMOLED ডিসপ্লে। এখনকার স্মার্টফোনের ট্রেন্ড বজায় রেখে এই ফোনে থাকছে ফুল বেজেল-হীন ডিসপ্লে। ফোনের স্ক্রিনের রেজোলিউশান ১০৮০x২৩৪০ পিক্সেল। ফোনের উপরের অংশে থাকছে পপ-আপ ক্যামেরা। 


২) ৮ জিবি RAM + ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Oppo K3। 


আরও পড়ুন:  একই সঙ্গে ঘূর্ণিঝড় ও সূর্যগ্রহণ, দেখেছেন কখনও?


৩) থাকছে Snapdragon 710 SoC চিপসেট।


৪) ছবি তোলার জন্য থাকছে ১৬+২ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেনসার। সেলফির জন্য থাকছে ১৬ মেগাপিক্সেল পপ-আপ ক্যামেরা সেনসার। 


৫) এই ফোনে থাকছে ৩,৭৬৫ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi, Bluetooth v5, GPS আর একটি Micro USB port।


৬) অপারেটিং সিস্টেম হিসাবে থাকছে সর্বশেষ Android 9.0। 


৭) চিনে এই ফোনের দাম শুরু ১৫৯৯ ইয়ান থেকে। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ১৫,৯০০ টাকা। ভারতেও তার আশেপাশেই দাম রাখা হবে বলে মনে করা হচ্ছে। 


এই দামে  Xiaomi Redmi Note 7 Pro, Samsung Galaxy A7, Xiaomi Poco F1, Realme 3 Pro-কে টক্কর দেবে Oppo K3।