একই সঙ্গে ঘূর্ণিঝড় ও সূর্যগ্রহণ, দেখেছেন কখনও?

প্রশান্ত মহাসাগরের বুকে একই সঙ্গে ঘূর্ণিঝড় ও সূর্যগ্রহণের আলো-আঁধারির দৃশ্যে ধরা পড়ল কৃত্রিম উপগ্রহের ক্যামেরায়।

Updated By: Jul 6, 2019, 01:26 PM IST
একই সঙ্গে ঘূর্ণিঝড় ও সূর্যগ্রহণ, দেখেছেন কখনও?
--প্রতীকী চিত্র।

নিজস্ব প্রতিবেদন: ২ জুলাই ছিল বছরের একমাত্র পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সূর্যগ্রহণের পাশাপাশি ওই দিন আরও এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী থাকল বিশ্ব। প্রশান্ত মহাসাগরের বুকে একই সঙ্গে ঘূর্ণিঝড় ও সূর্যগ্রহণের আলো-আঁধারির দৃশ্যে ধরা পড়ল কৃত্রিম উপগ্রহের ক্যামেরায়।

ভয়ঙ্কর সুন্দর এই ভিডিয়ো ধরা পড়েছে নাসার জিওস্টেশনারি অপারেশনাল এনভাইরোমেন্টাল স্যাটেলাইটে। আবহাওয়ার পূর্বাভাসের জন্য এই স্যাটেলাইট ব্যবহৃত হয়। দক্ষিণ গোলার্ধের প্রশান্ত মহাসাগরের এই অভূতপূর্ব দৃশ্যের টাইমল্যাপস প্রকাশ্যে এনেছে মার্কিন আবহাওয়া সংস্থা। মার্কিন আবহাওয়া সংস্থার মতে একই ভিডিয়োর মধ্যে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ও ঘুর্ণাবর্তের দৃশ্য খুব কমই দেখা যায়।

ভিডিয়োয় দেখা যাচ্ছে প্রশান্ত মহাসাগরের বুকে চলছে হ্যারিকেন বারবারার তান্ডব। প্রচন্ড ঘুর্ণাবর্তের সেই ছবি উঠে এসেছে কৃত্রিম উপগ্রহের চিত্রে। একই সময়ে প্রশান্ত মহাসাগরের বুকে কিছু অংশে নেমে এল ছায়া। সূর্যগ্রহণের ফলে অন্ধকার হয়ে গেল দক্ষিণ গোলার্ধের বেশ খানিকটা অংশ। অশান্ত সমুদ্রের বুকের উপরে পড়ল চাঁদের কালো ছায়া। অসাধারণ সুন্দর এই ভিডিয়ো ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। 

 

.