নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি পৃথক ব্র্যান্ডের তকমা পেয়েছে Poco। Poco-এর স্মার্টফোনগুলিও বেশ জনপ্রিয়তা পেয়েছে ভারতের বাজারে। Poco F2 স্মার্টফোনের লঞ্চ নিয়ে নানা জল্পনার মধ্যেই ফাঁস হয়ে গেল এই ফোনের স্পেসিফিকেশন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

সম্প্রতি একটি YouTube ভিডিয়োর মাধ্যমে সামনে এসেছে Poco F2 Lite-এর ছবি আর স্পেসিফিকেশন। এই ফোনের ফাঁস হওয়া ছবিতে ডিসপ্লের উপর ওয়াটার ড্রপ নচ দেখা গিয়েছে। ডিসপ্লের নিচের বেজেল তুলনামূলক চওড়া।


ফাঁস হওয়া রিপোর্টে Poco F2 Lite-এ MIUI স্কিনের উপরে Poco Luncher চলবে বলে দাবি করা হয়েছে। এই ভিডিয়ো থেকে জানা গিয়েছে, Poco F2 Lite-এ থাকতে পারে Snapdragon 765 চিপসেট। এই ফোনে থাকতে পারে ৬ জিবি RAM। যদিও ৪ জিবি  ও ৮ জিবি RAM ভেরিয়েন্টেও এই ফোন লঞ্চ হতে পারে বলে দাবি করা হয়েছে।


আরও পড়ুন: Airtel-এর এই প্রিপেড প্ল্যানের সঙ্গে ২ লক্ষ টাকার লাইফ কভার মিলবে বিনামূল্যে!


ওই ভিডিয়ো রিপোর্টে দাবি করা হয়েছে, এই ফোনে ছবি তোলার জন্য কমপক্ষে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকতে পারে। ফোনে থাকতে পারে ৫,০০০ mAh ব্যাটারি। Poco F2 Lite এর সঙ্গেইই লঞ্চ হতে পারে Poco F2 আর Poco F2 Pro। মনে করা হচ্ছে, Poco F2 ফোনে থাকতে পারে Snapdragon 865 চিপসেট।