নিজস্ব প্রতিবেদন: আজ থেকে ভারতে ডাউনলোড করা যাবে পাবজি লাইট বেটা। কম শক্তিশালী স্পেসিফকেশনের কম্পিউটারের কথা মাথায় রেখেই পাবজি লাইট প্রকাশ্যে আনে সংস্থা। বিনামূল্যেই সংস্থার ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এই গেম।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বিশ্বজুড়ে অনলাইন গেম হিসাবে যথেষ্ট জনপ্রিয় প্লেয়ার আননোনস ব্যাটেলগ্রাউন্ড। তবে, গেমের বেশিরভাগ খেলোয়াড়ই সীমিত ফোনে। গেমটির একটি কম্পিউটার  ভার্সান সে ভাবে আকর্ষণ করতে পারেনি খেলোয়াড়দের। এর প্রধান কারণ পাবজি পিসি-এর জন্য প্রয়োজন বেশি RAM ও শক্তিশালী প্রসেসর। কম স্পেসিফিকেশনের কম্পিউটারে বার বার হ্যাং হওয়ার সমস্যা হয়। কিন্তু বেশিরভাগ ব্যবহারকারীর কম্পিউটারেই তা নেই। সে দিকে নজর রেখেই পাবজি লাইট আনে সংস্থা। পাবজি লাইট খেলা যাবে কম RAM-এর কম্পিউটারেও। 


আরও পড়ুন-  ইন্টারনেট পরিষেবার মাধ্যমে ২.৫ লাখ গ্রামকে জুড়ে ফেলতে চাইছে মোদী সরকার



কী করে ডাউনলোড করবেন পাবজি লাইট?


১) আপনার কম্পিউটারের ব্রাউজারে lite.pubg.com খুলুন। 


২) সেখানেই সরাসরি ডাউনলোডের অপশান পেয়ে যাবেন।


৩) ডাউনলোড করে নিন ৬৪.১ MB-এর সেট-আপ ফাইল। 


৪) এর পর ইন্টারনেট অন করে আপনার কম্পিউটারে ইনস্টল করুন পাবজি।


৫) ইন্সটল করার সময়ে প্রায় ২ জিবি ডেটা ডাউনলোড হবে। তাই পর্যাপ্ত ডেটা থাকা অবস্থাতেই ইনস্টল করুন গেম। 


পাবজি লাইট -এর জন্য প্রয়োজনীয় স্পেসিফিকেশন কী?


পাবজি লাইটের জন্য কম্পিউটারে থাকতে হবে নুন্যতম ৪ জিবি RAM। পাশাপাশি প্রয়োজন এন্ট্রি লেভেল গ্রাফিক্স কার্ড। প্রসেসরের ক্ষেত্রে i3 2.4 GHz থাকা প্রয়োজন।