ওয়েব ডেস্ক : প্রযুক্তির হাত ধরে দরজায় কড়া নাড়ছে নতুন বিপদ। পুণের বিজ্ঞানীরা হদিশ পেলেন মোবাইল জীবাণুর। ন্যাশনাল সেন্টার ফর সেল সায়েন্সের বিজ্ঞানীরা জানাচ্ছেন, এমন ৩ ধরণের আণুবীক্ষণিক জীবের হদিশ তাঁরা পেয়েছেন, যেগুলি মোবাইল ফোনের স্ক্রিনে বেড়ে ওঠে। এই তথ্য যথেষ্টই উদ্বেগজনক। আধুনিক গবেষণা বলছে, জীবাণু সংক্রমণের ক্ষেত্রে মোবাইল হ্যান্ডসেটগুলি একেবারের আদর্শ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- Jio-কে টেক্কা দিতে BSNL-এর ধামাকা অফার; থাকছে বিনামূল্যে ভয়েস কলের সুযোগ


হাইজিনের মাপকাঠিতে মোবাইল ফোন বাড়ির শৌচালয়ের থেকেও বেশি দূষিত। কারণ মোবাইল হ্যান্ডসেটকে কখনই জীবাণুমুক্ত করা হয় না। শরীরের ঘাম থেকেও মোবাইলে জীবাণু ঢুকে পড়ে। পৃথিবীর যে কোনও দেশে যে কোনও আবহাওয়ায় মোবাইল ফোন থাকে। রান্নাঘর থেকে পাবলিক ট্রান্সপোর্ট। সর্বত্রই মুঠোফোনের অবাধ গতি। তাই যে কোনও পরিবেশের অভ্যস্থ হয়ে ওঠে জীবাণু। তাদের নির্মূল করাও কঠিন হয়ে পড়ে। তবে আশার কথা পুণের বিজ্ঞানীরা যে তিন ধরণের জীবাণু আবিষ্কার করেছেন সেগুলি রোগ ছড়ায় না।