নিজস্ব প্রতিবেদন: সোমবার ভিয়েতনামে লঞ্চ হল Realme 5i। এই ফোনের পিছনে রয়েছে চারটি ক্যামেরা। এই ফোনে থাকছে ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। Realme 5i-এ থাকছে Snadragon 665 চিপসেট, ৪ জিবি RAM, ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৫,০০০ mAh ব্যাটারি। আসুন জেনে নেওয়া যাক Realme 5i-এর স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme 5i-এর স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম:


১) ৬.৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। থাকছে ডিউ-ড্রপ নচ।


২) দু’রকম স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ আর ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনটি।


৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snadragon 665 চিপসেট।


৪) ছবি তোলার জন্য থাকছে কোয়াড ক্যামেরা সেটআপ। ৪৮ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেলে (আল্ট্রা ওয়াইড সেন্সার) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো সেন্সার) + ২ মেগাপিক্সেল (পোট্রেট ক্যামেরা) কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। এর সঙ্গেই রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।


আরও পড়ুন: ফ্লাইং ট্যাক্সি পরিষেবা চালু করতে উদ্যোগী Uber! উড়ন্ত গাড়ি বানাবে Hyundai


৫) এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

৬) ভিয়েতনামে এই ফোনের দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় প্রায় ১১,৫০০ টাকা থেকে। ৯ জানুয়ারি এই ফোন লঞ্চ হচ্ছে ভারতে।