নিজস্ব প্রতিবেদন: বৃহস্পতিবার একটি অনলাইন ইভেন্টে ভারতে লঞ্চ হল Realme 6 আর Realme 6 Pro। এই দুই ফোনে Android 10 অপারেটিং সিস্টেম চলবে। থাকছে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা। আসুন দেখে নেওয়া যাক Realme 6 আর Realme 6 Pro-এর দাম আর স্পেসিফিকেশন...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme 6-এর স্পেসিফিকেশন আর দাম:


১) এই ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম।


২) এছাড়াও এর সঙ্গে থাকছে Qualcomm 1.8GHz অক্টোকোর প্রসেসর।


৩) Realme 6-এ থাকছে Snapdragon 720G চিপসেট। আর Realme 6-এ থাকছে MediaTek Helio G90T চিপসেট।


৪) এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি, 90Hz ডিসপ্লে।


৫) এই ফোন দুটিতে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।


৬) এছাড়াও এই ফোনগুলিতে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।


৭) Realme 6-এ থাকবে ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ।


৮) এই ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ১৬ মেগাপিক্সেল ক্যামেরা।


৯) ৪ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজে Realme 6-এর দাম ১২,৯৯৯ টাকা। ৬ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজের দাম পড়বে ১৪,৯৯৯ টাকা। ৮ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে ১৫,৯৯৯ টাকা। ১১ মার্চ এই ফোন বিক্রি শুরু করবে Realme।


Realme 6 pro-এর স্পেসিফিকেশন আর দাম:


১) এই ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম।


২) এছাড়াও এর সঙ্গে থাকছে Qualcomm 1.8GHz অক্টোকোর প্রসেসর।


৩) Realme 6 pro থাকছে Snapdragon 720G চিপসেট। আর Realme 6 pro-এ থাকছে MediaTek Helio G90T চিপসেট।


৪) এই ফোনে থাকছে ৬.৫ ইঞ্চি ফুল এইচডি, 90Hz ডিসপ্লে।


৫) এই ফোন দুটিতে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।


৬) এছাড়াও এই ফোনগুলিতে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।


৭) Realme 6-এ থাকবে ৮ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ।


আরও পড়ুন: ভারতে এল Resso মিউজিক স্ট্রিমিং অ্যাপ; এখন আরও মজাদার হবে Tiktok ভিডিয়ো


৮) এই ক্যামেরায় ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর রয়েছে। সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, ১২ মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা ও একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। সেলফি তোলার জন্য এই ফোনে রয়েছে ডুয়াল ক্যামেরা (১৬ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল)।


৯) ৬ জিবি RAM + ৬৪ জিবি স্টোরেজে Realme 6-এর দাম ১৬,৯৯৯ টাকা। ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজের দাম পড়বে ১৭,৯৯৯ টাকা। ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজের দাম পড়বে ১৮,৯৯৯ টাকা। ১৩ মার্চ এই ফোন বিক্রি শুরু করবে Realme।