নিজস্ব প্রতিবেদন: আগামী সপ্তাহে লঞ্চ আর তার আগেই ফাঁস হয়ে গেল Realme 6 ও 6 pro- এর দাম ও স্পেসিফিকেশন। কিন্তু কোনও অফিসিয়াল ওয়েবসাইটে নয়। ফাঁস হয়েছে Geekbench ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে  RMX2061 মডেল নম্বর দিয়ে দেখা গিয়েছে এই ফোন। ৫ মার্চ দিল্লিতে লঞ্চ করবে এই দুটি ফোন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme 6 ও 6 pro-এর স্পেসিফিকেশন আর সম্ভাব্য দাম:


১) নতুন দুটি ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম।


২) এছাড়াও এর সঙ্গে থাকছে Qualcomm 1.8GHz অক্টোকোর প্রসেসর।


৩) Realme 6 pro থাকছে Snapdragon 720G চিপসেট। আর Realme 6-এ থাকছে MediaTek Helio G90T চিপসেট।


৪) এই দুটি ফোনেই থাকছে 90Hz ডিসপ্লে।


৫) এই ফোন দুটিতে থাকছে 30W ফাস্ট চার্জ সাপোর্ট।


৬) এছাড়াও এই ফোনগুলিতে থাকছে হোল-পাঞ্চ ডিসপ্লে।


৭) Realme 6 pro-তে থাকবে ৮ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ। Realme 6-এ থাকবে ৪ জিবি RAM ও ৬৪ জিবি স্টোরেজ।


আরও পড়ুন: আকর্ষণীয় দামে ট্রিপল রিয়ার ক্যামেরা-সহ একাধিক ফিচারে বাজারে এল Oppo A31


৮) এই দুটি ফোনের পিছনে থাকছে ৬৪ মেগাপিক্সল ক্যামেরা। আর সামনে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা।


৯) Realme 6 pro- এর দাম শুরু হচ্ছে ১৩,৯৯৯ টাকা থেকে। Realme 6-এর দাম শুরু হচ্ছে ৯,৯৯৯ টাকা থেকে।