নিজস্ব প্রতিবেদন: একেবারে জলের দরে লঞ্চ হল Realme C2s। আপাতত শুধুমাত্র থাইল্যান্ডে লঞ্চ করেছে এই ফোন। ভারতের বাজারেও শীঘ্রই লঞ্চ করবে Realme C2s। একাধিক আকর্ষণীয় ফিচার হাতের মুঠোয় পেতে গুণতে হবে মাত্র ৩,০০০ টাকা (ভারতীয় মূদ্রায়)। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Realme C2s-এর স্পেসিফিকেশন আর দাম...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme C2s-এর স্পেসিফিকেশন আর দাম:


১) ৬.১ ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। এখনকার স্মার্টফোনের ট্রেন্ড বজায় রেখে এই ফোনে থাকছে ওয়াটার ড্রপ নচ। ফোনের স্ক্রিন-টু-বডি রেশিও ৭৯ শতাংশেরও বেশি।


২) ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজে পাওয়া যাবে Realme C2s। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।


৩) এই ফোনে থাকছে Android 9.0 Pie অপারেটিং সিস্টেমে আর MediaTek Helio P22 চিপসেট।


৪) ছবি তোলার জন্য থাকছে ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর) + ২ মেগাপিক্সেলের (ডেপথ সেন্সর) ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। সেলফি তোলার জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। এই সেলফি ক্যামেরা কাজে লাগিয়েই কাজ করবে ফোনের ‘ফেস আনলক’ ফিচার।


আরও পড়ুন: ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা-সহ বৃহস্পতিবার ভারতে লঞ্চ হচ্ছে Realme 5i!


৫) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, 2.4 Wi-Fi, Bluetooth v4.2, GPS আর একটি Micro USB port।


৬) থাইল্যান্ডে Realme C2s-এর দাম ১,২৯০ থাই ভাট (ভারতীয় মূদ্রায় যা প্রায় ৩,০০০ টাকার সমান)।