নিজস্ব প্রতিবেদন: বাজার গরম করতে ওয়াটারড্রপ নচ ডিসপ্লে ও ব্যাটারির অভিনবত্ব-সহ আসছে Realme C3। পাবজি খেলার জন্য আর্দশ এই ফোন লঞ্চ হচ্ছে আগামী ৬ই ফেব্রুয়ারী। শুধুমাত্র Flipkart-এ পাওয়া যাবে এই ফোন। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন ও দাম সম্পর্কে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme C3-এর স্পেসিফিকেশন আর দাম:


১) এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চি ফুল ওয়াটারড্রপ নচ ডিসপ্লে।


২) এই ব্যাটারির অভিনবত্ব হল, স্ট্যান্ড বাই টাইম ৩০ দিন, কলিং টাইম ৪৩.৯ ঘণ্টা, মিউজিক স্ট্রিমিং ১৯.৪ ঘণ্টা, পাবজি খেলার জন্য ১০.৬ ঘণ্টা ব্যাকআপ পাওয়া যাবে।


৩) এই ফোনের অপারেটিং সিস্টেমে থেকছে অ্যান্ডরয়েড ১০ ভিত্তিক ColorOS 7।


৪) দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে Realme C3 । একটি ৩ জিবি RAM + ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ, অন্য়টিতে থাকছে ৪ জিবি RAM +৬৪  জিবি ইন্টার্নাল স্টোরেজ।


Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৭১২ চিপসেট।


আরও পড়ুন: Redmi Note 8 Pro স্মার্টফোনের ক্যামেরায় কেমন ছবি ওঠে; জেনে নিন পরীক্ষার ফল


৫) ছবি তোলার জন্য থাকছে ১২ মেগাপিক্সল প্রাইমারী সেন্সর-সহ ডুয়াল রিয়ার ক্যামেরা।


৬) এই ফোনে থাকছে ৫,০০০ mAh-এর ব্যাটারি।


৭) Realme C3-এর দাম শুরু হচ্ছে ৫,০০০ টাকা থেকে।