নিজস্ব প্রতিবেদন: নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে Realme। শক্তিশালী ব্যাটারি, দুর্দান্ত ক্যামেরা সেটআপ-সহ একাধিক আকর্ষণীয় ফিচার পকেটসই দামে দিতে চলেছে সংস্থা। Realme তার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই দুটি স্মার্টফোনের লঞ্চের তারিখও প্রকাশ করেছে। আসুন এগুলি সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme C 12-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:


এই ফোনে থাকতে পারে Android 10 অপারেটিং সিস্টেম সঙ্গে Helio P35 SoC চিপসেট। এই ফোনে থাকছে ৬০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। জানা গিয়েছে, ট্রিপল ক্যামেরা সেটআপ-সহ লঞ্চ করবে এই ফোন। এই ফোনে রয়েছে ৩ জিবি RAM। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।


Realme C 15-এর সম্ভাব্য স্পেসিফিকেশন:


জানা গিয়েছে, কোয়াড ক্যামেরা সেটআপের সঙ্গে লঞ্চ করবে এই ফোন। এই ফোনেও থাকছে ৬০০০ mAh-এর শক্তিশালী ব্যাটারি। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। এই ফোনে থাকতে পারে এইচডি প্লাস রেজোলিউশন-সহ ৬.৫-ইঞ্চি ডিসপ্লে। এই ফোনে থাকছে Android 10 অপারেটিং সিস্টেম সঙ্গে MediaTek Helio G35 SC চিপসেট। রয়েছে ৪ জিবি RAM। থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। এই ফোনে থাকবে ১৩ মেগাপিক্সেল + ৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল কোয়াড রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে।


Realme C 12, C 15-এর দাম:


মনে করা হচ্ছে এই দুটি স্মার্টফোনের দাম থাকবে ১০,০০০ টাকার মধ্যেই।