নিজস্ব প্রতিবেদন: অবশেষে লঞ্চ হতে চলেছে Realme X50 Pro 5G। Realme-এর সৌজন্যে ভারতে আসতে চলেছে প্রথম 5G ফোন। করোনাভাইরাসের প্রকোপে এই ফোনের আনুষ্ঠানিক লঞ্চ বার্সেলনার MWC 2020-এর পরিবর্তে ভারতে হচ্ছে। ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে এই ফোনের বেশ কিছু ফিচারও। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম আর স্পেফিকেশন সম্পর্কে...


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme X50 Pro 5G-এর দাম আর স্পেফিকেশন:


১) এই ফোনে থাকছে Quakacomm  Snapdragon 865 চিপসেট।


২) এই ফোনে ৬.৫৭ ইঞ্চি সুপার অ্যামলয়েড হোল পাঞ্চ ডিসপ্লে রয়েছে এই ফোনে।


৩) Realme X50 Pro 5G-এতে থাকছে ১২ জিবি Ram এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।


৪) ছবি তোলার জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল +৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা।


আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ৪টি ক্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে-সহ 5G স্মার্টফোন লঞ্চ করছে Vivo


৫) এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪৫০০ mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে।


৬) Realme X50 Pro 5G-এর দাম পড়বে প্রায় ৫০,০০০ টাকার কাছাকাছি।