নিজস্ব প্রতিবেদন : শুক্রবার ভারতে প্রকাশ্যে আসছে চিনা সংস্থা Realme-এর নতুন ফোন Realme XT। দুপুর ১২.৩০ মিনিট নাগাদ বিশেষ লঞ্চ ইভেন্টে ফোন প্রকাশ করবে সংস্থা। অর্থাত্ আর কয়েকদিনের মধ্যেই বাজারে আসতে চলেছে Realme XT। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Realme XT-এর দাম এখনও প্রকাশ করেনি সংস্থা। তবে, সংস্থার ট্রেন্ড অনুযায়ী দাম কমের দিকেই রাখা হবে মনে করা হচ্ছে। মিড সেগমেন্টে বেশি স্পেসিফিকেশন-সহ আসতে চলেছে Realme XT। থাকছে শক্তিশালী RAM ও প্রসেসর। তবে, এই ফোনের অন্যতম আকর্ষণ নিঃসন্দেহে Samsung-এর 64 মেগাপিক্সেল ক্যামেরা। স্যামসাঙের ISOCELL Bright GW1 সেন্সর থাকছে Realme XT-তে। ফলে, কম আলোতেও ঝকঝকে ছবি তোলা যাবে এই ফোনে। এবার এক ঝলকে দেখে নিন, Realme XT-এর স্পেসিফিকেশন ও দাম...


Realme XT-এর স্পেসিফিকেশন ও দাম:


১) ৬.4 ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও অনেকটাই বেশি। থাকছে ওয়াটারড্রপ নচ। 


২) ৪ জিবি RAM + ৬৪ জিবি ইন্টার্নাল স্টোরেজ, ৬ জিবি RAM + ৬৪ জিবি এবং ৮ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাবে এই স্মার্টফোনটি। 


৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেম আর Snapdragon ৭১২ চিপসেট।


৪) ছবি তোলার জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেলের (ওয়াই অ্যাঙ্গেল) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) + ২ মেগাপিক্সেল (ম্যাক্রো) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ আর ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।


আরও পড়ুন: নতুন ফোনেই ১,০০০ টাকার ছাড়! বাজারে এল Infinix Hot 8


৫) এই ফোনে থাকছে ৪,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। এর সঙ্গেই থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।


৬) Realme XT-এর দাম শুরু ১৫,৯৯৯ টাকা থেকে। টপ ভেরিয়েন্টের দাম ১৮,৯৯৯ টাকা। আগামী ১৬ সেপ্টেম্বর থেকে বিক্রি শুরু হবে ফোনের। পাওয়া যাবে রিয়েলমি-এর ওয়েবসাইট ও ফ্লিপকার্ট-এ।